ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

করমর্দন করলেন না বাইডেন-ট্রাম্প, মুখোমুখি বিতর্কে পাল্টাপাল্টি আক্রমণ

মানবজমিন ডেস্ক

(৩ দিন আগে) ২৮ জুন ২০২৪, শুক্রবার, ১০:১১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩৮ অপরাহ্ন

mzamin

আগামী প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী জো বাইডেন ও ডনাল্ড ট্রাম্প মুখোমুখি বিতর্কে একে অন্যকে আক্রমণ করলেন। অর্থনীতি, ইউক্রেনসহ বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে যে মতবিরোধ আছে তা তুলে ধরলেন। তবে বিতর্কের শুরুতে সৌজন্যতা হিসেবে যে করমর্দনের নিয়ম আছে, তা এড়িয়ে গেছেন তারা। দু’জনের কেউই একে অন্যের সঙ্গে করমর্দনের এগিয়ে যাননি। এমনটা  হয়েছিল ২০২০ সালে। তখন করোনা মহামারির কারণে এটার অর্থ ছিল। কিন্তু এখন করোনা মহামারি নেই। তবু তারা হাত মেলালেন না। এর মধ্য দিয়ে দুই প্রার্থীর বিরোধ তীব্র হয়ে ধরা পড়েছে। এবার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এটাই ছিল প্রথম বিতর্ক।

বিজ্ঞাপন
এতে শুরুতেই আসে অর্থনৈতিক ইস্যু। এরপর একে একে আসে গর্ভপাতের অধিকার, ট্যাক্স, স্বাস্থ্যসেবা, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন ইস্যু। তাছাড়া করোনা মহামারির সময় নেয়া বিভিন্ন পদক্ষেপও আলোচিত হয়। বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৭টায় এই বিতর্ক শুরু হয়। যুক্তরাষ্ট্রের আটলান্টায় এই বিতর্ক হয়। আগে এতে বিপুল পরিমাণ দর্শক উপস্থিত থাকতেন। কিন্তু এবার তেমনটা হয়নি। বিতর্কে প্রতিপক্ষ ডনাল্ড ট্রাম্পকে বার বার আক্রমণ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই বিতর্কে বিশেষ করে ইউক্রেন ও গাজা যুদ্ধ, অভিবাসন এবং যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে তীব্রতর এক বিতর্ক করেন তারা। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে ফেনীতে/ পঞ্চাশোর্ধ নারী ধর্মান্তরিত হয়ে বিয়ে করলেন ২৫ বছরের যুবককে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status