খেলা
সুয়ারেজকে ছাড়াই পানামাকে বিধ্বস্ত করলো উরুগুয়ে
স্পোর্টস ডেস্ক
(৮ মাস আগে) ২৪ জুন ২০২৪, সোমবার, ১২:৫৯ অপরাহ্ন

কোপা আমেরিকার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে পাত্তাই পেলো না পানামা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পানামাকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে উরুগুয়ে।
টুর্নামেন্ট ফেভারিট উরুগুয়ে শুরুর গতিময়তার পুরস্কার পায় ১৬তম মিনিটে। বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে জাল কাঁপান আরাউহো। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে পানামা। বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেসব হাতছাড়ায় ম্যাচে ফেরা হয়নি পানামার।
শেষ দিকে জমে ওঠা ম্যাচের ৮৫তম মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন নুনেজ। ৯১তম মিনিটে স্কোর ৩-০ করেন ভিনা। যদিও তার তিন মিনিট পর সান্ত্বনাসূচক একটি গোল শোধ দেয় পানামা। গোলটি করেছেন মাইকেল আমির মুরিলো। চলমান কোপা আমেরিকার অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছে উরুগুয়েকে। আজ পানামাকে ৩-১ গোলে উড়িয়ে নিজেদের জাত চেনালো সুয়ারেজরা।
ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে উরুগুয়ে। ম্যাচে ৫৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল উরুগুয়ের। ২০টি শটের মধ্যে ৭টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, পানামা ১০টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখে। উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ স্কোরার সুয়ারেজকে এই ম্যাচে মাঠে নামাননি ম্যানেজার মার্সেলো বিয়েলসা।