খেলা
বাংলাদেশের বিপক্ষে ৩ পেসার খেলাবে ভারত?
স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৪, শনিবার
অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে সুপার এইট পর্ব শুরু করেছে বাংলাদেশ। তবে দম ফেলার সময় নেই, আজ রাতেই ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আফগানিস্তানকে হারিয়ে আসর শুরু করা ভারত আজ একাদশে পরিবর্তন আনতে পারে। বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে পেসার মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেয় ভারত। তার জায়গায় চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব একাদশে আসেন। সবমিলিয়ে ওইদিন ভারতের একাদশে ছিলেন ৩ স্পিনার। তবে এটা যে শুধু ওই ম্যাচের জন্য সেটা ঠিকই বুঝিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে বাংলাদেশের বিপক্ষে ৩ পেসার খেলানোর ইঙ্গিত দিয়ে রাখেন এই ডানহাতি ব্যাটার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘আমরা কন্ডিশন বিবেচনা করবো। প্রতিপক্ষের দিকে তাকিয়ে যে কোনো পরিবর্তন করতে প্রস্তুত আমি। আমরা ভেবেছিলাম (আফগানিস্তানের বিপক্ষে) ৩ স্পিনার খেলানো ভালো হবে, সেটাই করেছি। সামনে যদি প্রয়োজন হয় আমি ৩ পেসার খেলানোর জন্যও প্রস্তুত আছি।’ প্রতিবারের মতো এবারও শিরোপা জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট ভারত। গ্রুপ পর্বে সব ম্যাচ জেতা দলটি সুপার এইটের প্রথম ম্যাচেও আফগানিস্তানকে দাপটের সঙ্গে হারিয়েছে তারা। এ প্রসঙ্গে রোহিত বলেন, শেষ দুই বছরে আমরা ভালো টি-টোয়েন্টি খেলেছি। আমরা ভালো পরিকল্পনা করেছি, কন্ডিশনের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছি। আমরা জানি আমাদের যে বিশ্বমানের বোলিং লাইনআপ তারা ডিফেন্ড করতে পারে। সবাই নিজের কাজ ঠিকঠাক করছে। এটাই আমরা সবসময় আলোচনা করে আসছি।’
তবে ভারতের জন্য এবারের আসরে চিন্তার বিষয় ওপেনিং জুটি। অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি, কেউই ছন্দে নাই। গেলো আইপিএলে ওপেনিংয়ে সর্বোচ্চ ৭৪১ রান করা কোহলি যেন জাতীয় দলের জার্সি গায়ে ব্যাটিং করাই ভুলে গেছেন। ৪ ম্যাচে তার সংগ্রহ মাত্র ২৯ রান। সর্বোচ্চ ২৪! আর রোহিত শর্মা ৪ ম্যাচে করেছেন ৭৬ রান। দুই ওপেনারের রান খরায় প্রতি ম্যাচেই শুরুতে চাপে পড়ছে ভারত। আজ নিশ্চয়ই এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইবেন তারা।