খেলা
৫৯২ দিন পর এমন দিন দেখলেন তাসকিন
স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৪, শনিবার
বাংলাদেশ টি-টোয়েন্টি খেলেছে, একাদশে আছেন তাসকিন আহমেদ। এমন ম্যাচে তাসকিনের নামের পাশে কোনো উইকেট নেই, এরকম দৃশ্য যেন বিরল হয়ে উঠেছিল। বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে মাঠে নামলে তাসকিন উইকেট পাবেন এটাই যেন হয়ে গেছিল অবধারিত দৃশ্য। তবে এবার তাতে ছেদ পড়লো। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের ম্যাচে উইকেটবিহীন ছিলেন তাসকিন।
৫৯২ দিন পর বাংলাদেশের জার্সিতে কোনো টি-টোয়েন্টি ম্যাচে উইকেট পেলেন না তাসকিন। শেষবার ২০২২ সালের ৬ই নভেম্বর অ্যাডিলেডে পাকিস্তানের সাথে উইকেট শূন্য তাসকিন আহমেদকে দেখা গেছে।
এরপর টানা ১৯ টি-টোয়েন্টিতে কমপক্ষে একটা উইকেট হলেও পেয়েছেন তাসকিন। শেষ পর্যন্ত সেই দৌড় থামলো। গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে ২৮ রানে হারে টাইগাররা। ১.২ ওভার বোলিং করে ২২ রান খরচ করেন তাসকিন। দলের সঙ্গে তারও বাজে দিন গেলো এটা।
এবারের বিশ্বকাপে তাসকিনের খেলা নিয়েই অবশ্য শঙ্কা ছিল। ঘরের মাঠে গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে চোট পান। যার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মাঠে ছিলেন এই পেসার। ৫ ম্যাচে এখন পর্যন্ত নিয়েছেন ৭ উইকেট।
এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে ৬৬টি টি-টোয়েন্টি খেলেছেন তাসকিন। যেখানে তার শিকার ৭১ উইকেট। ১৬ রানে ৪ উইকেট এই সংস্করণে তার সেরা বোলিং ফিগার। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তার উপর শুধু সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত
"এই দিন শেষ নয় - আরো দিন আছে"। তাসকিন তুফানের জন্য অপেক্ষা বেশী দিন করতে হবে না।