ঢাকা, ২৬ জুন ২০২৪, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে অমিত শাহের উচ্চ পর্যায়ের মিটিং, নির্দেশনা

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৪, রবিবার, ৯:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ অপরাহ্ন

mzamin

সম্প্রতি সহিংস ঘটনার প্রেক্ষাপটে নয়া দিল্লির নর্থ বøকে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের মিটিংয়ে সভাপতিত্ব করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এ মাসেই বার্ষিক অমরনাথ যাত্রা। তার প্রস্তুতিও পর্যালোচনা করা হয় বৈঠকে। সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, জম্মু বিভাগে এরিয়া ডোমিনেশন প্লান এবং জিরো-টেরর প্লানের সফলতার পুনরাবৃত্তি করতে নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলোকে নির্দেশনা দেন অমিত শাহ। তিনি বলেছেন, নতুন উপায়ে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের দমনপীড়নে উদাহরণ সৃষ্টি করতে প্রতিশ্রæতিবদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। মিটিংয়ে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু-কাশ্মীরের গভর্নর মনোজ সিনহা, স্বরাষ্ট্র সচিব অজয় বল্লা, চিফ অব আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে, চিফ অব আর্মি স্টাফ (ডিজাইনেট) জেনারেল উপেনদ্্র দ্বিবেদী সহ সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা, ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক তপন দেকা, সিআরপিএফ মহাপরিচালক অনীশ দয়াল সিং, বিএসএফের মহাপরিচালক নীতিন আগরওয়াল, জম্মু-কাশ্মীর পুলিশের মহাপরিচালক আর আর সোয়াইন এবং সিনিয়র কর্মকর্তারা। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু। সূত্র বলেছেন, সামনের দিনগুলোতে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করা হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর নির্দেশনার অধীনে এই অভিযান পরিচালনা করা হবে। এর তিনদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই রকম মিটিং করেছেন।

বিজ্ঞাপন
এবং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। সহিংস সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে তিনি সন্ত্রাস বিরোধী পূর্ণ সক্ষমতা ব্যবহারের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি একটি বাসে হামলায় বেশ কিছু তীর্থযাত্রী নিহত হয়েছেন।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে ফেনীতে/ পঞ্চাশোর্ধ নারী ধর্মান্তরিত হয়ে বিয়ে করলেন ২৫ বছরের যুবককে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status