বাংলারজমিন
জীবননগরে সিলিন্ডার বিস্ফোরণে টাকা ও স্বর্ণালঙ্কারসহ বসতঘর পুড়ে ছাই
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
১৬ জুন ২০২৪, রবিবারচুয়াডাঙ্গার জীবননগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুবলপুর গ্রামের আসাদুলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, বাসার গ্যাস সিলিন্ডারের সংযোগের রাইজারের ছিদ্র থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়, পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। ভুক্তভোগী আসাদুল বলেন, সন্ধ্যায় আমার স্ত্রী রান্না করতে গেলে হঠাৎ করে সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরর্তীতে ফায়ার সার্ভিসের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। জীবননগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আজিজ রহমান বলেন, সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।