ঢাকা, ২৩ জুন ২০২৪, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

ভির্টসের রেকর্ড, গোল উৎসব জার্মানির

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৪, রবিবারmzamin

ঘরের মাঠ, ইউরোর প্রথম ম্যাচ। শুরু থেকেই দাপট দেখালো জার্মানি। তাতে প্রথম ২০ মিনিটে গোলের জন্য শট হলো দু’টি, দু’বারই বল জড়ালো স্কটল্যান্ডের জালে। কিছুক্ষণ পর হলো আরও একটি, সঙ্গে স্কটিশরা পরিণত হলো ১০ জনের দলে। বিরতির পর দাপট ধরে রেখে আরও এক জোড়া গোল আদায় করলো জার্মানি। সবমিলিয়ে রীতিমতো গোল উৎসবের মাধ্যমে ইউরোতে শুভ সূচনা করলো তারা। এই ম্যাচেই রেকর্ড গড়েছেন ফ্লোরিয়ান ভির্টস। একই সঙ্গে মাইলফলক গড়েছে জার্মানিও। শুক্রবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইউরোর উদ্বোধনী ম্যাচটি ৫-১ গোলে জিতেছে তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। গোলগুলো করেন ফ্লোরিয়ান ভির্টস, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, নিকলাস ফুয়েলখুগ ও এমরে চান।

বিজ্ঞাপন
স্কটল্যান্ডের ব্যবধান কমানো গোলটি আসে প্রতিপক্ষের আত্মঘাতী থেকে।পুরো ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় পজিশন রেখে গোলের জন্য ২০টি শট নেয় জার্মানি, যার ১০টি ছিল লক্ষ্যে। আর স্কটিশরা একটিমাত্র শট নেয় সেটাও লক্ষ্যভ্রষ্ট। ম্যাচের ১০ম মিনিটেই এগিয়ে যায় জার্মানি। ডান দিক থেকে জসুয়া কিমিখের পাস বক্সের মুখে পেয়ে প্রথম ছোঁয়ায় নিচু শটে গোলটি করেন বায়ার লেভারকুজেনের অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস। এই গোলেই রেকর্ড বইতেও নাম তুলেন তিনি। ফ্লোরিয়ানের বয়স ছিল ম্যাচের দিন ২১ বছর ১ মাস ১১ দিন। ইউরোর মূল আসরে জার্মানির হয়ে তার চেয়ে কম বয়সে আর কেউ গোল করেননি। ইউরোর উদ্বোধনী ম্যাচে গোল করা তৃতীয় জার্মান ভির্টস। এর আগে ১৯৭২ ইউরোর উদ্বোধনী ম্যাচে গোল করেছিলেন গার্ড মুলার, ১৯৮০ ইউরোর প্রথম ম্যাচে কার্ল-হেইঞ্জ রুমেনিগে। ৯ মিনিটের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা। ম্যাচের দিন   তার বয়স ছিল২১ বছর ১০৯ দিন। ইউরোর ইতিহাসে এই প্রথম একই ম্যাচে কোনো দলের ২১ বছর বা এর চেয়ে কম বয়সী দু’জন খেলোয়াড় গোল করলেন। জার্মানির আক্রমণের ঢেউ সামলাতে গিয়ে প্রথমার্ধে সেভাবে নিজেদের ঘর ছেড়েই বের হতে পারেনি স্কটিশরা। ৪৩তম মিনিটে বড় ধাক্কা খায় তারা। বিরতির ঠিক আগে আগে জার্মান অধিনায়ক ইলকায় গুন্দোয়ানকে ফাউল করে লাল কার্ড দেখেন স্কটল্যান্ডের পর্টেয়াস। পেনাল্টি পায় জার্মানি। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন কাই হাভার্টজ। ১৯৮৪ সালে ফ্রান্সের পর, প্রথম দল হিসেবে ইউরোর গ্রুপ পর্বের কোনো ম্যাচে প্রথমার্ধে তিন গোল করল জার্মানি। দ্বিতীয়ার্ধে হাভার্টজের বদলি হিসেবে নামার কয়েক মিনিটের মধ্যে গোল করে ব্যবধান ৪-০ করেন নিকলাস ফুলক্রুগ। ৮৭তম মিনিটে স্কটল্যান্ডের ম্যাককেন্নার হেড জার্মানির আন্টোনিও রুডিগারের গায়ে লেগে চলে যায় জালে, আত্মঘাতী গোলে ব্যবধান কমায় স্কটিশরা। যোগ হওয়া সময়ে স্কোরলাইন ৫-১ করেন জার্মানির এমরে চান। ম্যাচ শেষে শিষ্যদের পারফর্মেন্স নিয় উচ্ছ্বাস প্রকাশ করেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান। তিনি বলেন, ‘আমরা অনেক গোল করেছি এটা সবাইকে ভালো অনুভূতি দিচ্ছে। আমরা অনেক বেশি দাপট দেখিয়েছি, আক্রমণাত্মক ছিলাম এবং কোনো ভুল করিনি।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status