খেলা
জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
২৩ জুন ২০২৪, রবিবারজুনিয়র এএইচএফ কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ হকি দল। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ‘বি’ গ্রুপের রানার্স আপ চাইনিজ তাইপে। দুই দলের লড়াইয়ে গতকাল সিঙ্গাপুরে ৫-১ গোলে জয় পায় বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। বাংলাদেশের জয় ও তাইপের চ্যাং ৫ মিনিটে গোল করেন। দ্বিতীয় কোয়ার্টার থেকে বাকি সময় বাংলাদেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। আমিরুল ও আব্দুল্লাহ ১৬ ও ২৩ মিনিটে গোল করলে বাংলাদেশ ৩-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায়। বিরতি থেকে ফেরার প্রথম মিনিটেই আমিরুল আরেকটি গোল করেন। ম্যাচ শেষ হওয়ার মিনিট দুই আগে আব্দুল্লাহ আরেকটি গোল করলে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন আশিকুজ্জামানের শিষ্যরা। জুনিয়র এএইচএফ কাপের আগের আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের কয়েকজনের বয়স ২১ এর নিচে থাকায় এবারের টুর্নামেন্টেও রয়েছেন তারা। সাবেক জাতীয় খেলোয়াড় আশিকুজ্জামান এবার জুনিয়র এএইচএফ কাপের হেড কোচ। ফাইনালে উঠে তার চোখ শিরোপাতেই, গত আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল, আমরা শিরোপা ধরে রাখার মিশনেই রয়েছি। ফাইনাল জিতেই আমরা দেশে ফিরব। আজ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে চীন ও থাইল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ থেকে। জুনিয়র-সিনিয়র পুরুষ হকির টুর্নামেন্টে বাংলাদেশের বড় প্রতিপক্ষ এখন ওমান। এই টুর্নামেন্টের গত আসরে বাংলাদেশ ওমানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ওমান এবার ্তুব্থি গ্রুপে তৃতীয় হওয়ায় সেমিফাইনালেই খেলতে পারেনি। ওমানকে পেছনে ফেলে চীন গ্রুপ সেরা হয়েছে।