ঢাকা, ২৮ জুন ২০২৪, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২১ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

ইউরোতে শেষ ষোলোয় ওঠার লড়াই

সুবিধাজনক অবস্থানে সুইজারল্যান্ড কঠিন চ্যালেঞ্জ স্কটল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৪, রবিবারmzamin

ইউরোতে জমে উঠেছে গ্রুপের লড়াই। গ্রুপ ‘এ’র সবগুলো দলই আজ মাঠে নামছে। তবে এর মধ্যে শুধু জার্মানির পরের রাউন্ডে ওঠা নিশ্চিত। আর সুইজারল্যান্ড, স্কটল্যান্ডের ভাগ্য নিশ্চিত হবে আজ। তবে বিদায় নিশ্চিত হাঙ্গেরির। আজ রাত ১টায় সুইজারল্যান্ডের বিপক্ষে জার্মানি ও হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে স্কটিশরা। প্রথম খেলাটি হবে ডাশ্চে ব্যাংক পার্ক ও দ্বিতীয় খেলাটি গড়াবে এমএইচপি অ্যারেনায়। স্কটল্যান্ড ও হাঙ্গেরিকে হারিয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে জার্মানি। ফলে সুইজারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটা তাদের জন্য স্রেফ নিয়মরক্ষার। সেক্ষেত্রে এই ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে পারেন জার্মান কোচ নাগেলসমান। 
তবে জার্মানির মতো নির্ভার হয়ে থাকার সুযোগ নেই সুইজারল্যান্ডের।

বিজ্ঞাপন
শেষ ষোলোয় উঠতে জার্মানির বিপক্ষে যে কোনো উপায়ে হার এড়াতে হবে তাদের। আর হারলে তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ড-হাঙ্গেরি ম্যাচের দিকে। যদিও পয়েন্ট আর গোল ব্যবধান, দুই দিকেই সুবিধানজনক অবস্থানে আছে সুইসরা। ‘এ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে জার্মানি। ২ ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট সুইজারল্যান্ডের। সমান ম্যাচে এক হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট স্কটিশদের। আর এখনও পয়েন্ট না পাওয়া হাঙ্গেরির জন্য শেষ ম্যাচটা স্রেফ নিয়মরক্ষার। তবে তারা জিতলে সুবিধা হবে সুইজারল্যান্ডের। সেক্ষেত্রে জার্মানির বিপক্ষে হারলেও শেষ ষোলোতে উঠে যাবে তারা।
তবে যদি সুইজারল্যান্ড জার্মানির বিপক্ষে হারে ও স্কটল্যান্ড হাঙ্গেরিকে হারায় তখন কি হবে! বর্তমান টেবিল অনুযায়ী, সুইসদের গোল ব্যবধানে ২ গোলে এগিয়ে। আর স্কটল্যান্ড ৪ গোলে পিছিয়ে। সেক্ষেত্রে সুইসরা হারলেও গোল জয়ের সঙ্গে ব্যবধান মেলাতে হবে স্কটিশদের। ফলে সুইসরা একটু হলেও এগিয়ে থাকবে। আর কঠিন সমীকরণ মেলাতে হবে স্কটল্যান্ডকে।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status