ঢাকা, ২৮ জুন ২০২৪, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২১ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

‘ডি কক-ই পার্থক্য গড়ে দিয়েছে’

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৪, রবিবারmzamin

ম্যাচের দ্বিতীয় ওভারেই মঈন আলিকে হাঁকালেন একটি করে চার ও ছক্কা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি কুইন্টন ডি কককে। পাওয়ার প্লেতে ইংলিশ বোলারদের উপর তাণ্ডব চালিয়ে দক্ষিণ আফ্রিকাকে গড়ে দেন বড় সংগ্রহের ভিত। যদিও শেষ পর্যন্ত বড় সংগ্রহ পায়নি তারা, তবে ম্যাচ ঠিকই জিতেছে। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেন, পাওয়ার প্লেতে ডি ককের ব্যাটিংয়েই হেরেছেন তারা। শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। চারটি করে ছক্কা-চারে ৩৮ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ডি কক। পাওয়ার প্লেতে ডি ককের বিপক্ষে সবচেয়ে বেশি মার খেয়েছেন জোফরা আর্চার। এই পেসারকে টানা তিন বলে মারেন দুই ছক্কা ও এক চার। সঙ্গে রিজা হেনড্রিকসের একটি চারে ওই ওভার থেকে আসে ২১ রান।

বিজ্ঞাপন
রিস টপলিকে চার মারা ডি কক ষষ্ঠ ওভারে ছক্কায় ওড়ান স্যাম কারানকে। ডি ককের বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ওই সময়ে ২০ বলে ৪৯ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ২২ বলে ফিফটি করে অবশ্য বেশিদূর যেতে পারেননি তিনি। ৬৫ রানে আউট হন তিনি। এরপর অবশ্য দক্ষিণ আফ্রিকা বেশিদূর যেতে পারেনি, ১৬৩ রানে থামে তারা। তবে শেষ পর্যন্ত সেটাই যথেষ্ট হয়েছে জয়ের জন্য। লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লেতে করতে পারে তারা ১ উইকেটে ৪১ রান। প্রথম ১০ ওভার শেষে করে ৩ উইকেটে ৬০। হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনের জুটিতে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত আর পারেনি তারা, থামে ১৫৬ রানে। ম্যাচ শেষে বাটলার হতাশা প্রকাশ করলেন পাওয়ার প্লে কাজে লাগাতে না পারার জন্য। তিনি বলেন, ‘আমি বলব, পাওয়ার প্লেতে (ইংল্যান্ড হেরে গেছে)। কুইন্টন ডি কক পাওয়ার প্লেতে দুর্দান্ত ব্যাটিং করেছে এবং আমরা সেটার ধারেকাছে যেতে পারিনি। আমরা সম্ভবত ছয় ওভার শেষে তাদের চেয়ে ২০ রান পিছিয়ে ছিলাম।’ বাটলার বলেন, ‘উইকেটের গতি কমে গিয়েছিল এবং আমরা খুব ভালোভাবে ম্যাচে ফিরেছিলাম। ১৬০ (আসলে ১৬৪) রান তাড়া করতে নেমে আমরা বেশ খুশি ছিলাম। তবে হ্যাঁ, ওরা পাওয়ার প্লে-তে ভালো বোলিং করেছে এবং কুইন্টন ডি ককের ইনিংসটাই সম্ভবত পার্থক্য গড়ে দিয়েছে।’ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার এইট পর্ব শুরু করা ইংল্যান্ড দুই নম্বর গ্রুপে এখন তৃতীয় স্থানে। সেমি-ফাইনালে ওঠার আশা এখনও আছে তাদের। তবে শেষ ম্যাচে আগামীকাল ভোরে যুক্তরাষ্ট্রকে হারাতেই হবে দলটির।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status