ঢাকা, ২৩ জুন ২০২৪, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

কোপা আবার জেতা কঠিন হবে তবে আমরা চেষ্টা করবো: মেসি

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৪, রবিবারmzamin

কোপা আমেরিকার আগে গুয়াতেমালার বিপক্ষে ছিল আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ। ৯০ মিনিট মাঠে ছিলেন লিওনেল মেসি। দুই গোল করার পাশাপাশি সতীর্থ লাওতারো মার্টিনেজকে দিয়েও করিয়েছেন এক গোল। দলও জিতেছে বড় ব্যবধানে। সবমিলিয়ে মেসি ও আর্জেন্টিনার প্রস্তুতিটা ভালোভাবেই শেষ হয়েছে। বাংলাদেশ সময় শনিবার ভোরে প্রীতি ম্যাচে গুয়াতেমালাকে ৪-১ গোল হারায় লিওনেল স্কালোনির দল। লিসান্দ্রো মার্টিনেসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরান মেসি। সফল পেনাল্টিতে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যাবধান বাড়ান মার্টিনেজ। পরে আরেকটি গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক।
আগামী শুক্রবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পেরু ও চিলি।

বিজ্ঞাপন
ম্যাচ শেষে আর্জেন্টিনার সংবাদমাধ্যেম টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন, ‘আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাবো। আমরা এখনও শিরোপা জিততে চাই। দিন দিন কাজটা কঠিন হবে, ম্যাচ কঠিনতর হবে। (কোপা আমেরিকা) আবার জেতা কঠিন হবে। তবে আবারও আমরা চেষ্টা করবো।’

ইন্টার মিলানের হয়ে সিরি আ’র শিরোপা জয়ের পথে দারুণ ছন্দে ছিলেন লাওতারো মার্টিনেজ। তার কণ্ঠেও শোনা গেল শিরোপা ধরে রাখার প্রত্যতয়। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্যে শিরোপা। আমরা সব কিছুর জন্যশ লড়াই করছি। ২০২১ সালে কোপা আমেরিকা শেষ হওয়ার পর এবং পরের বছর বিশ্বকাপ শেষ হওয়ার পর আমরা বলেছিলাম, আমরা কোপা আমেরিকার জন্যর সেরা উপায়ে নিজেদের প্রস্তুত করার চেষ্টা করব। আশা করি, এটা হবে আনন্দের।’
এর আগে এদিন সবাইকে চমকে ম্যাচের ৪র্থ মিনিটেই এগিয়ে যায় গুয়াতেমালা। লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে লিড পায় তারা।গোল খেয়ে যেন মরিয়া হয়ে ওঠে আলবিসেলেস্তারা। ম্যাচের ১২ নিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক্ক ভুল পাস দিলে মেসি গোলমুখের সামনে থেকে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান।

বল পায়ে আর্জেন্টাইনরা ছন্দে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না। তবে প্রথমার্ধের ৩৯ মিনিটের মাথায় কারবোনিকে ডি-বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। বিরতি থেকে ফিরে আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনা। ৬৬ মিনিটে মেসির পাস থেকে আবারো গোল করেন লাউতারো। ৭৭ মিনিটে বদলি হিসেবে নামা ডি মারিয়ার ডিফেন্স চেরা পাস থেকে দলকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে তার গোল বেড়ে হলো ১০৮টি।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status