বিশ্বজমিন
আর্বিল তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১০
মানবজমিন ডেস্ক
(৪ মাস আগে) ১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন
ইরাক-কুর্দিস্তান ঘেঁষা সীমান্ত এলাক আর্বিলের একটি তেল শোধনাগারে বিস্ফোরণ ও বড় ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্রে বুধবার দিবাগত রাতের ওই দুর্ঘটনার সত্যতা পাওয়া যায়। এতে এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার কথা জানা গেছে। এ খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম রুদওয়া (আরইউডিএডব্লিউ)।
গণমাধ্যমটি তার খবরে বলেছে, বুধবার দিবাগত শেষ রাতের দিকে আর্বিলের ওই তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার ১২ ঘণ্টা পার হলেও এখনও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি স্থানীয় দমকল বাহিনী। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী সহ আরো ৩৫টি দল সেখানে কাজ করছে বলে জানিয়েছে ওই গণমাধ্যম। তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়।
প্রত্যক্ষদর্শীর বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, এই আগুনের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকজনকে শ্বাসকষ্টে ভুগতে দেখা গেছে। ওই প্রত্যক্ষদর্শী বলেছেন, আমি শোধনাগারের কাছাকাছি ছিলাম। আমি বিস্ফোরণের একটি বিকট আওয়াজ শুনতে পেয়েছি। গত ১২ ঘণ্টায় ওই তেল শোধনাগারটির বেশখানিকটা পুড়ে ভস্মীভূত হয়েছে। এর তীব্রতা এতই বেশি যে সেখানের আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী কর্মীরা।
গণমাধ্যমটি বলছে, ইরাক-কুর্দিস্তানের ওই অঞ্চলটিতে মাঝেমাঝেই এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এবারের অগ্নিকাণ্ডটি আগের তুলনায় বেশি বিপজ্জনক বলে মনে হয়েছে। এর আগে ওই অঞ্চলের সুলাইমানির পূর্বে আরবাত শহরের কাছে একটি অ্যাসফল্ট কারখানায় আগুন লেগে এক শ্রমিক নিহত ও তিনজন আহত হন।
কুর্দিস্তান অঞ্চলের পুলিশ অধিদপ্তরের তথ্যমতে, ২০২২ সালে অঞ্চল জুড়ে মোট ৭ হাজার ৫৪৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসব দুর্ঘটনার তুলনায় হতাহতের সংখ্যা একদমই কম বলে জানিয়েছে ওই গণমাধ্যমটি।