বাংলারজমিন
ফেনীতে ‘ভুল চিকিৎসায়’ শিশুর মৃত্যুতে ক্লিনিক বন্ধ
ফেনী প্রতিনিধি
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবারফেনীতে ‘ভুল চিকিৎসায়’ এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ও নানা অনিয়ম-অব্যবস্থাপনার কারণে একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শহরের শহীদুল্লাহ কায়সার সড়কের ‘ওয়ানস্টপ ম্যাটারনিটি ক্লিনিক’ যৌথ অভিযান পরিচালনা করে এ আদেশ দেয় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে পাঁচ হাজার টাকা জরিমানাসহ পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার। ফেনী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মিনহাজুল ইসলাম মিরাজ জানান, এ ক্লিনিকে গত ৩রা জুন টনসিল অপারেশনের পর নিশান নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় ৪ঠা জুন রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার বলেন, অভিযানে ক্লিনিকে অপরিচ্ছন্ন পরিবেশ, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার-নার্স না থাকাসহ বিভিন্ন অব্যবস্থাপনা দেখতে পায় প্রশাসন। এর আগে স্বাস্থ্য বিভাগ এই প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি চিঠি দিয়ে অপারেশন বন্ধ রাখাসহ কারণ দর্শানোর নোটিশ দিলেও তারা শোনেনি। তাই প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্য সেবা নিরাপদ ও সুগম করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।