বাংলারজমিন
ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর ও মেডিকেল কলেজের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবারঠাকুরগাঁওয়ে বিমানবন্দর পুনরায় চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন জেলার সর্বস্তরের মানুষ। বুধবার সকালে জেলার সর্বস্তরের মানুষের ব্যানারে শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ ব্যবসায়ী, সাংস্কৃতিককর্মী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড. অরুনাংশু দত্ত টিটো, জেলা বিএনপি’র সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, আয়োজক কমিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক সত্য প্রসাদ ঘোষ নন্দন, সদস্য মমিনুর রহমান বিশাল, শরিফুল করিম রুবেল, মাসুদ আহম্মেদ সূবর্ণ, কামরুল হাসান, এমএ সামাদ, রবিউল এহসান রিপন প্রমুখ। বক্তরা অবিলম্বে ঠাকুরগাঁও বিমানবন্দর ও মেডিকেল কলেজ চালুর জোর দাবি জানান।