ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

ছাতকে ভূমিহীন-গৃহহীন ৬৮ পরিবার পেয়েছে মুজিববর্ষের ঘর

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার

ছাতকে ভূমিহীন-গৃহহীন ৬৮ পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর। একই সঙ্গে সারা দেশের ন্যায় ছাতককে ভূমিহীন-গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ১৮ হাজার ৫৬৬ উপকারভোগী ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে ঘরসহ ভূমির দলিল হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে ছাতককে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত দলিল হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন নতুন যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) আবু নাসির, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুর রহমান, ছাতক থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) কমর উদ্দিন, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আলহাজ সুন্দর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম মোস্তফা প্রমুখ। পরে উপকার ভোগীদের হাতে ঘর সহ ভূমির দলিল এবং এক সপ্তাহ খাওয়ার মতো একটি ত্রাণের প্যাকেট তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় পিআইও কেএম মাহবুব রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, যুব উন্নয়নের গোপাল চন্দ্র দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাস, মোহাম্মদ এমদাদ মিয়া, রমেন্দ্র নারায়ণ দাস, মোহিত আহমদ, আশীষ কুমার চক্রবর্তী, এসএফডিএস মোফাজ্জল হোসেন, ইউজিডিপি দেবাশীষ রায়, ভিডিপি’র মিথুন কুমার দে সহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status