বাংলারজমিন
কিশোরগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৮ মে ২০২৪, মঙ্গলবারডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়নসহ ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে সংগঠনের কার্যালয়ে গতকাল দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আকন্দ কনসাল্টিং এর পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম আকন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ। এতে অন্যদের মধ্যে আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা পীষুষ কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম শফিউল আলম আরজু, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুল হক জুয়েল বক্তব্য রাখেন। বক্তারা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় মেধার অপচয় রোধে প্রশাসন ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধ ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদি সমাধানের দাবি জানান। এসব দাবি বাস্তবায়নের জন্য আগামী ২৯শে মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করা হবে। এ ছাড়া প্রতিবাদ সভা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে।