ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কিশোরগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৮ মে ২০২৪, মঙ্গলবার

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়নসহ ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে সংগঠনের কার্যালয়ে গতকাল দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আকন্দ কনসাল্টিং এর পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম আকন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ। এতে অন্যদের মধ্যে আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা পীষুষ কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম শফিউল আলম আরজু, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুল হক জুয়েল বক্তব্য রাখেন। বক্তারা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় মেধার অপচয় রোধে প্রশাসন ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধ ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদি সমাধানের দাবি জানান। এসব দাবি বাস্তবায়নের জন্য আগামী ২৯শে মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করা হবে। এ ছাড়া প্রতিবাদ সভা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status