ঢাকা, ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শার্শায় প্রেমের জেরে যুবককে পিটিয়ে হত্যা

বেনাপোল প্রতিনিধি
২৫ মে ২০২৪, শনিবার

যশোরের শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামে পূর্বশত্রুতার জেরে এবং প্রেমঘটিত কারণে স্থানীয় হাসান মেম্বারসহ ১০-১২ জন মিলে সাইফুল ইসলাম মুকুল (৪০) নামে একজনকে পিটিয়ে মেরে ফেলেছে। এ সময় তার ভাই শরিফুল ইসলাম বকুল (৩৫) নামে যুবককে মারাত্মকভাবে আহত করে। গত বুধবার রাত ১০টার দিকে শার্শা উপজেলার ৬ নম্বর উলাশী ইউনিয়নের কন্যাদাহ গ্রামের মৃত আজিজের ছেলে সাইফুল ইসলাম মুকুল ও তার ভাই শরিফুল ইসলাম বকুলকে পিটিয়ে আহত  করে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম মুকুল মারা যায়। তার পরিবারের পক্ষ থেকে শার্শা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ হাসান মেম্বরসহ ৩ জনকে আটক করেছে। আটকরা হলেন- ইউনুস আলীর ছেলে হাসান মেম্বার (৩৫), মৃত করিম বক্সের ছেলে তাজ উদ্দিন (৪৫) ও আতিয়ার রহমানের ছেলে কামরুজ্জামান (৩৭)। স্থানীয়রা জানায়, উপজেলার কন্যাদাহ গ্রামের আমজাদ আলীর মেয়ে আফরোজা খাতুন মীম (১৪) এর সঙ্গে স্থানীয় আনিসুর রহমানের ছেলে নয়ন হোসেন (১৮) এর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ রকম একটি ঘটনা জানতে পেরে স্থানীয় ইউনুস আলীর ছেলে হাসান মেম্বারসহ ১০-১২ জন লোক নয়নের মামাতো ভাই সাইফুল ইসলাম মুকুলের বাড়িতে নয়নকে খুঁজতে যায়। এ সময় নয়নকে না পেয়ে পূর্বশত্রুতার জেরে মুকুল ও বকুলকে ১০-১২ জন মিলে মেরে মারাত্মকভাবে আহত করে ফেলে রাখে।
পরে লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করে। আহত মুকুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে সাইফুল ইসলাম মুকুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যুবরণ করে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য হাসানসহ তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status