খেলা
অজেয় লেভারকুসেনকে মাটিতে নামিয়ে শিরোপা আতালান্তার
স্পোর্টস ডেস্ক
(১০ মাস আগে) ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার, ১:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩৫ অপরাহ্ন

ইউরোপা লীগের ফাইনালে আতালান্তা বিসির কাছে ৩-০ গোলে হার, টানা ৫১ ম্যাচ পর থামলো বায়ার লেভারকুসেনের জয়যাত্রা। হারতে ভুলে যাওয়া উড়ন্ত লেভারকুসেনকে মাটিতে নামিয়ে ইউরোপা লীগ জিতল ইতালিয়ান ক্লাব আতালান্তা। আডেমোলা লোকমানের হ্যাটট্রিকে ইতালির ক্লাবটি জাভি আলোনসোর শিষ্যদের হারিয়ে ৬১ বছর পর ইউরোপের কোনো ট্রফি জিতল আতালান্তা।
বল দখলে অনেকটা পিছিয়ে থাকলেও আক্রমণে অনেক বেশি আগ্রাসী ছিল আতালান্তা। ম্যাচে ১০টি শট নেয় তারা, যার ৭টিই ছিল গোলের লক্ষ্যে। অন্যদিকে সমান শট নিয়ে মোটে ৩টি লক্ষ্যে রাখতে পারে লেভারকুজেন। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আতালান্তা। ১২তম মিনিটে প্রথম গোলের পর ২৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে ২-০ তে এগিয়ে দেন লোকমান। লিড ধরে রেখেই বিরতিতে যায় দলটি।
বিরতি থেকে ফিরে দুই গোলে এগিয়ে থাকার সুযোগ নিয়ে জাভি আলোনসোর শিষ্যদের উপর আরও চড়াও হয় আতালান্তা। ৭৫তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করেন লোকমান। প্রথম দুই গোলের সৌন্দর্য ছাড়িয়ে বাঁ পায়ে টপকর্নারে দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূর্ণ করেন। লেভারকুসেন চেষ্টা করেও পায়নি কোনো গোল। শেষ পর্যন্ত ট্রেবল জয়ের স্বপ্ন ভাঙার হতাশা নিয়েই মাঠ ছেড়েছে তারা। আর লেভারকুসেনের হতাশার বিপরীতে ইতিহাস গড়ার আনন্দে মেতেছে আতালান্তা।
ট্রেবল জেতার সুযোগ হারালেও এখনো ডাবল জয়ের সুযোগ এখনো আছে লেভারকুসেনের। ২৬শে মে জার্মান কাপের শিরোপা জয়ের লক্ষ্যে কাইজারস্লাটার্নের বিপক্ষে মাঠে নামবে জাবি আলোনসোর শিষ্যরা। স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়া ‘নেভারলুসেন’ তকমা পাওয়া লেভারকুসেন চাইবে জার্মান কাপের শিরোপা হাতে নিয়ে দুঃখ ভুলতে।