বাংলারজমিন
ফরিদপুরে মৎস্যজীবী লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
অনলাইন ডেস্ক
(৭ মাস আগে) ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩৭ পূর্বাহ্ন
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান। শেখ রাসেল স্কয়ারের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি জনতার মোড়ে এসে শেষ হয়। এতে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি ফরিদপুর জেলা ফুটবল ফেডারেশন অর্থ কমিটির চেয়ারম্যান কাজী আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, সহ সভাপতি মিজানুর রহমান তালুকদার, মৎস্যজীবী লীগের নেতা শেখ জাহিদ, কাজী সুমন, ছাত্রলীগের নেতা কাজী আনিসুর রহমান তানভীর আহম্মেদ, মৎস্যজীবী লীগ নেতা আবুল কাসেম, জিপি জীবন প্রমুখ। এছাড়া র্যালিতে অংশ গ্রহন করেন জেলা, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা।