ঢাকা, ২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সরিষাবাড়ীতে ফের শ্রেষ্ঠ সমবায়ী সাংবাদিক রউফ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
২৩ মে ২০২৪, বৃহস্পতিবার

জামালপুরের সরিষাবাড়ীতে ফের শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছেন মানবজমিনের সরিষাবাড়ীর প্রতিনিধি বিলবালিয়া মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও সরিষাবাড়ী শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহ-সভাপতি এমএ রউফ। গতকাল সকাল ১০টায় আয়োজিত সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। 
সরিষাবাড়ী শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৩তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ ‘ছ’ অঞ্চলের কাল্ব ডিরেক্টর অধ্যক্ষ হেলাল উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে জামালপুর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের জেলা ব্যবস্থাপক সোলায়মান হোসেন। অনুষ্ঠানে সরিষাবাড়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সদস্য আনিসুর রহমান ও নাজমা বেগমসহ অনেকেই বক্তব্য দেন। 
অনুষ্ঠানে বিগত ২২-২৩ অর্থবছরে যাবতীয় হিসাবনিকাশ উপস্থাপনসহ এ সমিতির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ব্যাপক আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। অন্যদের মধ্যে বর্তমান কমিটির ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রউফ, ডিরেক্টর জহুরুল ইসলাম, সাইফুল ইসলাম, উপজেলা ব্যবস্থাপক নিঙন নাফাক, প্রোগ্রাম অফিসার সুরভীসহ অন্যান্য সদস্য এবং সদস্যা উপস্থিত ছিলেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status