বাংলারজমিন
রংপুরে মামলা তুলে না নেয়ায় ভূমি কর্মকর্তাকে মারধর, চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২৩ মে ২০২৪, বৃহস্পতিবাররংপুরে বালুদস্যুদের বিরুদ্ধে করা মামলা তুলে না নেয়ায় ভূমি কর্মকর্তাকে পিটিয়েছে ইউপি চেয়ারম্যানসহ তার কর্মীরা। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী সদর উপজেলার সদ্য পুষ্করণী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা রাশেদুন্নবী পাভেল বাদী হয়ে সদ্য পুষ্করণী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, তার ভাই সাখাওয়াত হোসেন সুমন ও মো. বাদল ওরফে বকুলকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। সদর কোতোয়ালি থানার ওসি বজলুর রশীদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, সদ্য পুষ্করণী ইউনিয়নের বিভিন্ন প্রভাবশালী মহল ইউনিয়নের পুকুর, বিলে অবৈধভাবে মাটি খনন এবং বালু উত্তোলন করে আসছে। এ ঘটনায় সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে একাধিকবার ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয় এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে ভূমি উপ-সহকারী কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একাধিক মামলা করেন। বর্তমানে মামলাগুলো বিচারাধীন রয়েছে। মামলা করার পর থেকে প্রায় সময় ইউনিয়ন ভূমি অফিস ও পালিচড়া বাজারে অপরিচিত ব্যক্তিরা ভূমি কর্মকর্তা পাভেল ও নাজমুলকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি এবং ভয়-ভীতি দেখায়। মামলা তুলতে অস্বীকৃতি জানালে তাদের প্রাণনাশেরও হুমকি দেয়া হয়। সোমবার রাত ৮টার দিকে পাভেল দাপ্তরিক কাজের কিছু কাগজপত্র ফটোকপি করার জন্য পালিচড়া বাজারে গেলে সোহেল রানা, সাখাওয়াত হোসেন সুমন এবং বাদল দেশীয় অস্ত্র নিয়ে তাকে মারধর করে। এরপর তাকে খাবারের হোটেলে আটকে রাখা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি যান তিনি। সদর কোতোয়ালি থানার ওসি বজলুর রশিদ বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তনাধীন রয়েছে।