খেলা
লামিছানেকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র, অনিশ্চিত বিশ্বকাপে খেলা
স্পোর্টস ডেস্ক
(৮ মাস আগে) ২২ মে ২০২৪, বুধবার, ৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪০ পূর্বাহ্ন

ধর্ষণের মামলা থেকে খালাস পাওয়ায় সন্দীপ লামিছানেকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে এই লেগ স্পিনারকে ভিসা দেয়নি আসরের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র।
আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ার কথা জানিয়েছেন লামিচানে। তিনি লিখেন, ‘এবং নেপালে যুক্তরাষ্ট্রের দূতাবাস আবার সেটি করল, যেটি ২০১৯ সালে করেছিল। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার ভিসা নাকচ করেছে। দুর্ভাগ্যজনক। নেপাল ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি দুঃখিত।’
২০১৯ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা চেয়েও পাননি লামিছানে। ৫ বছর পর আরও একবার তার ভিসার আবেদন নাকচ করলো যুক্তরাষ্ট্র।
২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন লামিছানে। গত জানুয়ারিতে ধর্ষণের ওই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর পর কারাগার থেকে মুক্তিও পান।
এরপর তাকে দলে নেয় নেপাল। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপে তার খেলা হবে কিনা এটা এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এরই মধ্যে সেন্ট ভিনসেন্টে প্রস্তুতি ক্যাম্পের জন্য চলে গেছে নেপাল দল। টুর্নামেন্ট শুরুর আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা তাদের। আগামী ৪ই জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ নেপালের। ‘ডি’ গ্রুপে নেপাল আছে বাংলাদেশ, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে।