বাংলারজমিন
সিলেটে স্প্রে চক্রের দুই সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২২ মে ২০২৪, বুধবারসিলেট নগরে সিএনজি অটোরিকশায় যাত্রী ও চালকবেশে ছিনতাই চক্রে জড়িত দুইজন আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- ইব্রাহিম হোসেন ইমন ও আছকন্দর আলী। মঙ্গলবার তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। নগরীতে নিয়মিত ছিনতাই’র শিকার হচ্ছেন অনেকে। অটোরিকশা নিয়ে ওত পেতে থাকা ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়ে কেউ হারাচ্ছেন টাকা আর কেউ দামি মোবাইল। চক্র অটোরিকশার ভেতরে অস্ত্র ধরে অথবা চেতনানাশক স্প্রে করে যাত্রীর সর্বস্ব লুটে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। সমপ্রতি এই চক্র সক্রিয় হয়েছে বলে সামাজিক মাধ্যমে অনেকেই প্রচার করছেন।
এই জাতীয় অপরাধ বন্ধ করার এক মাত্র উপায় ক্রস ফায়ার করে রাস্তার কিনারে ফেলে দেওয়া । তাহলে অন্য অপরাধীরা ভয়ে এই অপরাধ থেকে বিরত থাকবে । বাংলাদেশে যে হারে অপরাধ বাড়ছে জেল দিয়ে তা নিয়ন্ত্রণ সম্ভব নয় । ক্রস ফায়ার শুধু নিয়ন্ত্রণ করতে পারে ।