বাংলারজমিন
সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপে উত্তেজনা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২২ মে ২০২৪, বুধবারসিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে। এর জেরে সোমবার রাতে নগরের তিন এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এসময় দুটি মোটরসাইকেলে আগুন দেয়া ছাড়াও কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে। নগরের দাড়িয়াপাড়া, হাউজিং এস্টেট ও সুবিদবাজারে এসব ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ গ্রুপ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গ্রুপের কর্মীদের মধ্যে আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় সোমবার রাতে সুবিদবাজার এলাকায় ফের দু’পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। রাতে হাউজিং এস্টেট সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ গ্রুপের কয়েকজন কর্মী-সমর্থক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গ্রুপের কর্মী ইসফাক নূরের গাড়িতে হামলা চালায়। পরে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দাড়িয়াপাড়া এলাকায়ও দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় সেখানে ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষকালে দুইজন আহত হয়েছেন। এদিকে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।