বাংলারজমিন
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে শ্রমিকের মৃত্যু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২২ মে ২০২৪, বুধবারচট্টগ্রামের সীতাকুণ্ডের বারো আউলিয়া সমুদ্র উপকূলে অবস্থিত শাহিনুর শিপ (প্রিমিয়ার) রিসাইক্লিং ইয়ার্ডে স্ট্রোক করে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শিপ রিসাইক্লিং ইয়ার্ডে কাজ করার সময় ফেনী পৌরসভাধীন দাগনভূঞা এলাকার আব্দুর রবের ছেলে মোহাম্মদ মুসলিম (৫০) স্ট্রোক করে মারা যান। এব্যাপারে ইয়ার্ডটির দায়িত্বে নিয়োজিত থাকা মো. তানভীর মানবজমিনকে বলেন, আমাদের কোম্পানির পক্ষ থেকে স্ট্রোক করে মারা যাওয়া শ্রমিকের পরিবারের হাতে লেবার কোর্টের আইন অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণ তুলে দেয়া হয়েছে। এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন পিপিএম বলেন, লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে।