রাজনীতি
কর্মসূচি সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছে: মঈন খান
স্টাফ রিপোর্টার
১৮ মে ২০২৪, শনিবার
আন্দোলনের কর্মসূচির প্রসঙ্গে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আমরা আমাদের নিজেদের মধ্যে সমস্ত বিষয় পর্যালোচনা করে আগামীদিনে আন্দোলন কীভাবে পরিচালনা করবো, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পর্যায়ে রয়েছি।
শুক্রবার রাজধানীর ডেমরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর বাসায় তাকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এরপরে মালিবাগে কারাবন্দি বিএনপি’র সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন মঈন খান। মঈন খান বলেন, সরকার ভাবছে, তারা বুঝি খুব মহাআনন্দে দেশ পরিচালনা করবে। এটা হতে দেয়া যাবে না। কারণ তাদের আজকে কোনো ভিত্তি নেই। আজকে দেশের শতকরা ৯৫ শতাংশ সাধারণ মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু’র বাংলাদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে কিন্তু তারা (যুক্তরাষ্ট্র) খোলাসা বলেছেন। তারা বলেছেন, তারা উদ্বিগ্ন, বাংলাদেশের গণতন্ত্র এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি। তারা সুশীল সমাজের সঙ্গেও কথা বলেছেন যে, কীভাবে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়াস নেয়া যায়। এটা আমার কথা না, তারা তাদের সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেছেন। সুতরাং আজকে যদি সরকার ভেবে থাকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশে এসে সরকারের সঙ্গে কথা বলছেন, সব সমস্যার সমাধান হয়ে গেছে। এটা সরকারের ভুল ধারণা।
ড. মঈন বলেন, তারা (সরকার) জানে, যদি গণতন্ত্র এদেশে ফিরিয়ে আনতে হয় তাহলে তাদেরকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে রাজনীতির আঁস্তাকুড়ে নিক্ষেপ করবে। এট সরকার জানে বলেই তারা আজকে বিরোধী দলকে কথা বলতে দিতে চায় না। আজকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বন্ধ করে দিয়েছে।