বিশ্বজমিন
ফাতাহ-২ রকেট সিস্টেমের পরীক্ষা করেছে পাকিস্তান
মানবজমিন ডেস্ক
(১১ মাস আগে) ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪৬ অপরাহ্ন

ফাতাহ-২ রকেট সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। অনলাইন ডন বলছে, ফাতাহ-২ গাইডেড রকেট সিস্টেমের এই পরীক্ষা চালানো হয়েছে। এর পাল্লা ৪০০ কিলোমিটার। এই রকেট সিস্টেম পাকিস্তান সেনাবাহিনীর অস্ত্রের মজুত বৃদ্ধি করবে এবং প্রচলিত অস্ত্রের চেয়ে এই অস্ত্র হবে প্রাণঘাতী। এই সিস্টেমে রকেট হবে নির্ভুল অস্ত্র। এতে প্রাণঘাতী এবং এর কার্যকারিতা বৃদ্ধি করবে। শত্রুপক্ষের এন্টিব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোতে এড়াতে সক্ষম হবে তা। ফাতাহ-২ সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনে যুক্ত করা হচ্ছে, যাতে ডিপ টার্গেটে হামলা করা যায় এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রচলিত যুদ্ধে ব্যবহার করা যায়। বৃহস্পতিবার এই পরীক্ষা প্রত্যক্ষ করেন সেনাপ্রধান, সেনাবাহিনীর অন্য কর্মকর্তারা, বিজ্ঞানীরা এবং প্রকৌশলীরা।
পাঠকের মতামত
দেশে দেশে নিত্যনতুন যুদ্ধের কিংবা সংঘাতের নতুন নতুন ফ্রন্ট খুলছে। সেখানে নিজেদের সামরিক বাহিনীর হাতে চুড়ি পরিয়ে আলস্য সময় কাটানোর কোনো মানেই হয়না। আমাদের সামরিক বাহিনীকেও যুদ্ধসক্ষম অত্যাধুনিক সামরিক সরঞ্জামে গড়ে তোলার দাবী জানাচ্ছি। যুদ্ধ করে স্বাধীন হওয়া একটা ছোট মুসলিম দেশের বিশ্বের বাস্তবতা উপেক্ষা করে চুপচাপ বসে থাকা একপ্রকার বোকামি। এ বোকামির মাসুল জনগণকেই কোনো একসময় দিতে হতে পারে।
দূঃখিত! আমার কোন কমেন্ট "মানবজমিন" প্রকাশ করে না!!!
আহহা রে! পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে! কাদের যেনো জ্বলে-রে!