বাংলারজমিন
সুনামগঞ্জে ৫৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের বাতিল
সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবারসুনামগঞ্জে দ্বিতীয় ধাপে নিরুত্তাপ উপজেলা পরিষদ নির্বাচনে (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর) ৪ উপজেলার ৫৬ জন প্রার্থীর মধ্যে ১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে যাছাই-বাছাই কমিটি। বুধবার (২৪শে এপ্রিল) মধ্যরাতে তাহিরপুর উপজেলার লন্ডন প্রবাসী চেয়ারম্যান প্রার্থী মিঠু রঞ্জন পালের মনোনয়নপত্র বাতিল করা হয়। হলফনামায় তথ্যগত ভুল থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। চার উপজেলার মধ্যে তাহিরপুর উপজেলার বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদ বর্তমান চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, অধ্যাপক আলী মর্তুজা, ভাইস চেয়ারম্যান বৈধ প্রার্থীরা হলেন, আলমগীর খোকন, জিল্লুর রহমান, বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা সভাপতি আবু সাঈদ (স্বর্ণালী হিজড়া), ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, আইরিন আক্তার, সুষমা জাম্মিল। এইদিকে মঙ্গলবার, (২৩শে এপ্রিল) উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন লিটনের মনোনয়নপত্র হাইকোর্টে বৈধ ঘোষণা করা হয়েছে।
ধর্মপাশা উপজেলার বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, এসআর হায়দার চৌধুরী লিটন, মো. সাইফুল ইসলাম চৌধুরী, নাসরিন সুলতানা দিপা, শামীম আহমদ বিলকিস, শামীম আহমদ মুরাদ, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাদ্দাম হোসেন, মো. বেনিয়ার হোসেন পাঠান, এএইচ ওয়াসিম, মো. ফেরদৌসুর রহমান, শাহ মোহাম্মদ আলী আকবর, বিজয় হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মর্জিনা আক্তার, ইয়াসমিন, অনামিকা আক্তার, মোছা. পেয়ারা আক্তার, রেশমা আক্তার।
জামালগঞ্জ উপজেলার বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদ বর্তমান চেয়ারম্যান ইকবাল আল আজাদ, রেজাউল করিম শামীম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক আফিন্দি, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদ বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি, আকবর হোসেন, মকবুল হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদ বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, হাফিজা আক্তার, মার্জিনা ইয়াসমিন সিগনা।
বিশ্বম্ভরপুর উপজেলার বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, দিলীপ কুমার বর্মণ, মিয়া বাচ্চু, সাবেক ইউপি রঞ্জিত চৌধুরী রাজন, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী, শাহ দেলোয়ার হোসেন দিলু, মো. আব্দুল মান্নান, নুরুল ইসলাম, মো. জুলহাস মিয়া, সেলিম আহমদ, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, আমেনা খাতুন, পেয়ারী খাতুন, মোছা. মদিনা আক্তার, জান্নাত মরিয়ম।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের আপিলের তারিখ ২৪ থেকে ২৬শে এপ্রিল এবং আপিল নিষ্পত্তি ২৭-২৯শে এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ৩০শে এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ২রা মে। ২১শে মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ।
তাহিরপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মিঠু রঞ্জন পাল বলেন, তাদের ভুলের কারণে অনলাইনে ভোটার রেজিস্ট্র্রেশন ভুল হয়েছে। আমি আপিল করেছি, আশা করি ন্যায় বিচার পাবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম দৈনিক মানবজমিনকে বলেন, জেলার ৪ উপজেলার ৫৬ জনের মধ্যে তাহিরপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মিঠু রঞ্জন পালের ভোটার রেজিস্ট্রেশনে ভুল থাকায় যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।