খেলা
চুক্তিতে না থাকলেও বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবারগত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেন মার্কাস স্টয়নিস। তারপর ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েন তিনি। তবে চুক্তিতে না থেকেও পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলের জার্সি গায়ে দিতে আশাবাদী এই পেস অলরাউন্ডার। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি আসর- আইপিএলে মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের মাঠে ইতিহাস গড়া ব্যাটিংয়ের পর চুক্তি থেকে বাদ পড়া ও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা নিয়ে কথা বলেন স্টয়নিস।
চেপুকে ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে লখনৌ সুপার জায়ান্টস। ব্যাটারদের ব্যর্থতার মিছিলে একাই ম্যাচ বের করে নেন স্টয়নিস। লোকেশ রাহুল, নিকোলাস পুরান ও দীপক হুডার সঙ্গে দারুণ কয়েকটি জুটি গড়ে তিন বল হাতে রেখেই লখনৌকে জয় এনে দেন স্টয়নিসে। চেপুকে এই মৌসুমে প্রথম জয়ের স্বাদ পাওয়া দল তারা। আর রান তাড়া করতে নেমে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েন স্টয়নিস। ৬৩ বলে করেন অপরাজিত ১২৪ রান। শেষ ওভারে যখন ১৭ রান প্রয়োজন, তখনও নির্ভয়ে মোস্তাফিজুর রহমানকে খেলে গেলেন আগ্রাসী হয়ে। মাত্র তিন বলেই সেই রান তুলে নেন স্টয়নিস।
চুক্তিতে না থাকলেও বিশ্বকাপ দলে থাকতে আশাবাদী স্টয়নিস। অজি অলরাউন্ডার বলেন, ‘আমার সঙ্গে দলের কোচের সম্পর্ক খুবই ভালো। চুক্তি তালিকা থেকে বাদ পড়ার বিষয়টা আমি অনেক আগে থেকেই জানতাম। উঠতি প্রতিভাদের সুযোগ দেওয়া সব সময়ই উচিত, আমিও তাই করেছি। ওরা আমার জায়গাটা নিতে পারলে আমি খুশিই হবো। কিন্তু খেলার কথা যদি বলি, তাহলে অবশ্যই আমি চাইবো নিজের সেরাটা দিয়ে খেলতে এবং দলের জন্য পারফর্ম করতে। আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছি। চুক্তিতে নাম না থাকলেও বিশ্বকাপ খেলতে সমস্যা হবে না আশা করি।’
লখনৌর বিপক্ষে এই ম্যাচেও এক উইকেট নেন মোস্তাফিজুর রহমান। তবে খরুচে বোলিংয়ে মাত্র ৩.৩ ওভারে ৫১ রান দেন এ বাঁহাতি পেসার।