ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

শেষের পাতা

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে খালেদা জিয়া প্রসঙ্গ

মানবজমিন ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪, বুধবারmzamin

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রথমবার উঠেছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রসঙ্গ। সেখানে উল্লেখ করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরিয়ে দেয়ার জন্য চক্রান্ত করা হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, সরকার এবং শাসকদের দ্বারা একটি ইতিবাচক পরিবর্তন সহজতর করতে সহায়তা করতে সক্ষম যুক্তরাষ্ট্র।

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে বাধা, মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন, মত প্রকাশ ও রাজনৈতিক অধিকারে বাধা প্রদানের মতো ঘটনায় সরকারের জবাবদিহিতা নিশ্চিতে ভিসা নিষেধাজ্ঞা বহাল রেখেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্রেসি, রাইটস অ্যান্ড লেবারের শীর্ষ কর্মকর্তা অ্যাম্বাসেডর রবার্ট গিলক্রিস্ট।  সোমবার যুক্তরাষ্ট্র সারাবিশ্বের বার্ষিক মানবাধিকার রিপোর্ট-২০২৩ প্রকাশ করে। এ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ব্রিফিং হয়। সেখানে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর এক প্রশ্নের জবাবে একথা বলেন গিলক্রিস্ট। প্রকাশিত মানবাধিকার রিপোর্টের ওপর সূচনা বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। মুখপাত্র ম্যাথিউ মিলারের সঞ্চালনায় কয়েকটি প্রশ্নের জবাব দেন গিলক্রিস্ট। এতে বাংলাদেশ ও ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক মুশফিক। তিনি জানতে চান- আপনার রিপোর্টে নির্বিচারে হত্যা, নির্যাতন এবং রাজনৈতিক কারাবাসসহ উল্লেখযোগ্য মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরা হয়েছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার ক্ষেত্রে-  যেমন আপনি উল্লেখ করেছেন, তার আটকাদেশ রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরানোর একটি রাজনৈতিক চক্রান্ত। তাহলে আপনি কীভাবে নিশ্চিত করবেন যে এই রিপোর্টগুলো বাস্তব পরিবর্তনের দিকে পরিচালিত করে এবং ক্ষমতাসীন সরকারকে তাদের চরম মানবাধিকার লঙ্ঘনের পরিণতির মুখোমুখি করে?
জবাবে অ্যাম্বাসেডর গিলক্রিস্ট বলেন, আমি মনে করি যা ঘটবে তা নিশ্চিত করে বলা চ্যালেঞ্জিং হতে পারে। নিশ্চিতভাবেই মানবাধিকার রিপোর্টের সঙ্গে আমাদের প্রত্যাশা নির্দিষ্ট বিষয় এবং নির্দিষ্ট মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের উপর আলোকপাত করে, আমরা সরকার এবং শাসনব্যবস্থার দ্বারা একটি ইতিবাচক দিক পরিবর্তন করতে সহায়তা করতে সক্ষম হবো। বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশের ক্ষেত্রে ২০২৩ সালের মে মাসে ভিসা নিষেধাজ্ঞা  ঘোষণা করা হয়েছিল, নির্বাচনের আগে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন পদক্ষেপগুলোকে প্রতিরোধ করার জন্য। যা এখনো বিদ্যমান। এই মুহূর্তে ঘোষণা করার জন্য আমার কাছে নতুন কিছু নেই, কিন্তু আমাদের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী, আমরা প্রায়শই নীতি বা ভিসা সংক্রান্ত পদক্ষেপের প্রিভিউ করি না। কিন্তু মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার প্রচেষ্টা নিয়ে আমরা অব্যাহতভাবে উদ্বেগ প্রকাশ করছি- সংবাদমাধ্যম, সংবাদকর্মী, সভা-সমাবেশের স্বাধীনতাসহ সকল প্রকার  মৌলিক স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমাদের উদ্বেগ এখনো ঠিক একই রকম।
মুশফিক তার কাছে আবার জানতে চান, ভারত নিয়ে আর একটি প্রশ্ন। আপনারা রিপোর্টে ভারতে খেয়ালখুশি মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ আইনবহির্ভূত হত্যাকাণ্ড, সংবাদ মাধ্যমের ওপর আক্রমণের কথা উল্লেখ করেছেন। আর বলেছেন, এক্ষেত্রে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, সেইসব কর্মকর্তাকে শনাক্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করায় ন্যূনতম পদক্ষেপ নিয়েছে সরকার। ভারত যেহেতু যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্য একটি কৌশলগত অংশীদার, তাই এ বিষয়ে আপনারা সরকারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন? 

মুশফিকের এ প্রশ্নের জবাবে গিলক্রিস্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত নিয়মিতভাবে গণতন্ত্র ও মানবাধিকারের ইস্যুগুলো নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করে। একই সঙ্গে দৃঢ়ভাবে ভারতকে উৎসাহিত করি এবং অনুরোধ করি মানবাধিকারের বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতিকে সমুন্নত রাখতে। আমরা নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র এবং ভারতে নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত শুনতে তাদের সঙ্গে সাক্ষাৎ করি। নাগরিক সমাজ, যেখানে বিভিন্ন বৈচিত্র্যের মানুষ আছেন, তাদের সঙ্গে নিয়মিত পরামর্শ ও সাক্ষাতের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাই আমরা।  

 

পাঠকের মতামত

বিএনপির রাজনৈতিক দল হিসাবে টিকে থাকতে হোলে পরিবার তন্ত্র থেকে বেড় হয়ে এসে সত্যিকারের গণতান্ত্রিক দলে পরিণত না করলে জাতীয় পার্টির মত লেজুর বৃত্তি করতে হবে।

ওবাইদুল
২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ৫:১৪ অপরাহ্ন

আমেরিকার নিজের পাছায় কাপড় নাই কিন্তু আরেকজনকে বলছে, কিরে, তুই হাফ প্যান্ট পড়েছিস ক্যান।

Mohsin
২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ৪:২৬ অপরাহ্ন

আমেরিকা ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানের হয়ে বাংলাদেশে গনহত্যা চালিয়েছিলো, ইসরায়েলের পক্ষ হয়ে ফিলিস্তিনে নিসংসো হত্যা চালাচ্ছে। আমেরিকার নিজের দেশে কোন মানবাধিকার নাই গনতন্ত্র নাই তারা অন্য দেশে কিসের মানবাধিকার আর গনতন্ত্র শিক্ষা দিবে। তাদের দেশে সন্ত্রাসীরা স্কুল ও মার্কেটে নির্বিচারে গুলি করে মানুষ মারে কিন্তু সরকার তার কোন বিচার করতে পারেনা।সারা বিশ্বের মানুষ আমেরিকার সরকার কে ধিক্কার জানায়।

মোঃ আকতার হোসেন
২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ৩:১৩ অপরাহ্ন

আমেরিকা শুধু ব্রিফিং আর নানান ডায়লগ মারবে,বাস্তবে তাদের অন্য কিছু করার মত আর কোন ক্ষমতাই নেই!ডাবল ষ্ট্যাণ্ডার্ড একটি দেশ হিসাবে বাংগালী জাতি তাদের সারাজীবন স্মরণ করবে।ভারতের কাছে কি ভাবে তারা নতজানু হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগনের পশ্চাৎদেশে বাশ দিয়েছে ৭ জানুয়ারীর নির্বাচনে সেটা জাতি কোন দিনই ভুলবেনা।নীতিগত দিক থেকে আমেরিকা এবং ভারতের চেয়ে আমি মনে করি চীন অনেক ভালো দেশ।

kazi Abdul Hamid
২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১২:১০ অপরাহ্ন

রিপোর্টে কেন বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে ভারতের হস্তক্ষেপের বিষয় নেই?

ছৈয়দ
২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১:৪৩ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status