ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

ভারত

লোকসভা নির্বাচন-২০২৪

উত্তপ্ত কোচবিহার, বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে অভিযোগের পাহাড়

সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা

(১ সপ্তাহ আগে) ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ২:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন

mzamin

২০২১ সালে বিধানসভা নির্বাচনে ভয়ংকর ঘটনার সাক্ষী থেকেছে কোচবিহারের শীতলকুচি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল ৪ জনের। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। সেই ঘটনা এখন অতীত। তবুও চোখ বুজলেই সেখানকার মানুষের চোখের সামনে ভেসে ওঠে আতঙ্কের দৃশ্য। ভোট এলে ভয়ও বাড়ে। স্বাভাবিকভাবেই ভোটের মরশুমে শীতলকুচিতে বাড়তি নজর রয়েছে কমিশনের। তা সত্ত্বেও লোকসভা ভোটে উত্তেজনা শীতলকুচি এলাকায়।  প্রথম দফায় উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে চলছে নির্বাচন।  সব থেকে বেশি অশান্তির ছবি দেখা গেছে কোচবিহারে।

বিজ্ঞাপন
উঠেছে বুথ জ্যাম, রিগিংয়ের অভিযোগ। নির্বাচন কমিশনেও জমা পড়েছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। প্রচুর অভিযোগ এসেছে রাজভবনে। নির্বাচন কমিশনে মোট ৩৮৩টি অভিযোগ জমা পড়েছে। তারমধ্যে কোচবিহার থেকে এসেছে ১৭২ অভিযোগ, আলিপুরদুয়ার থেকে এসেছে ১৩৫ অভিযোগ, জলপাইগুড়ি থেকে এসেছে ৭৬টি অভিযোগ।  রাজনৈতিক দলগুলোর অভিযোগ মোট ২৮টি। যার মধ্যে বিজেপি ৯, তৃণমূল ৯ এবং সিপিএম ১টি অভিযোগ জমা করেছে। অভিযোগ- শীতলকুচির বিভিন্ন এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে তৃণমূল। কোথাও আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা। গেরুয়া শিবিরের এক কর্মীকে হাঁসুয়ার কোপ দেয়া হয়েছে বলে অভিযোগ। গোঁসাইহাট পঞ্চায়েত এলাকায় এক বিজেপি কর্মীকে বাঁশ ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তাদের পালটা দাবি, তাদের কর্মী-সমর্থকদের আক্রমণ করা হচ্ছে।  দিনহাটার ১ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে। কোচবিহার দক্ষিণ বিধানসভার চান্দামারিতে সংঘর্ষে জড়ায় তৃণমূল-বিজেপি। জখম হন একাধিক। আবার ভেটাগুড়িতে বাড়ির কাছেই আক্রান্ত হন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মণ। উত্তেজনার ছবি ধরা পড়ে জলপাইগুড়ির ডাবগ্রাম ফুল বাড়িতেও। বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ- তিনি লোক নিয়ে বুথে ঢুকে গণ্ডগোল করছেন। এমনই অভিযোগ ঘাসফুল শিবিরের। অন্যদিকে আবার আলিপুরদুয়ারের তুলসীপাড়া চা বাগানে চারটি বুথে বিজেপি এজেন্টদের বসতে না দেয়ার আভিযোগ করেছেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা।

একদিকে যখন ভোটের  এই চিত্র অন্যদিকে রয়েছে চমকপ্রদ আয়োজন। ভোট দিলেই থাকছে ভালোমন্দ আহারের ব্যবস্থা। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ১৭/২০৮ /২০৯  নম্বর বুথের ভোটারদের আহারের সুবন্দোবস্ত করা হয়েছে তৃণমূল সদস্যদের তরফে। সকালের জলখাবারে গরম-গরম লুচি, কাবলিচানা, সঙ্গে পনির দিয়ে সুস্বাদু তরকারি এবং মিষ্টি। সেই সঙ্গে লাঞ্চেও সুস্বাদু মেনু। দুপুরের খাবারে সাদা ভাত, ডাল, ডিমের কারি, শেষ পাতে চাটনি। এক কথায় বলাই যায়, জলপাইগুড়িতে আজ ভোট-উৎসবের সঙ্গে জুড়ে গিয়েছে পুরোদস্তুর পিকনিকের আমেজ।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status