ভারত
‘অভিযুক্তকেও সঠিক সময়ে ঘুমোতে দেওয়া উচিত’, ইডির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় জানালো আদালত
মানবজমিন ডিজিটাল
১৭ এপ্রিল ২০২৪, বুধবারগভীর রাত পর্যন্ত কাউকে জেরা করা বা বয়ান রেকর্ড করা মোটেও উচিত নয়। রাতের বেলা ঘুমানোর অধিকার রয়েছে সকলেরই। বম্বে হাইকোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দ্বারা গভীর রাতের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার ওপর তীব্র অসম্মতি প্রকাশ করে একথা জানিয়েছে। আদালতের মতে ঘুম মানুষের মৌলিক অধিকার। বিচারপতি রেবতী মোহিতে-ডেরে এবং মঞ্জুষা দেশপান্ডের সমন্বয়ে গঠিত আদালতের বেঞ্চ, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে ৬৪ বছর বয়সী একজন অভিযুক্তের দ্বারা আনা একটি পিটিশনের বিষয়ে কথা বলার সময় এই পর্যবেক্ষণগুলি জানিয়েছে। ইডির গ্রেপ্তারের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করেন গুজরাটের গান্ধীধামের বাসিন্দা রাম ইসরানি নামে এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। গত আগস্টে তাঁকে তলব করে ইডি। সমনের ভিত্তিতে হাজিরা দিতেই রামকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাত সাড়ে তিনটা পর্যন্ত তাঁর বয়ান রেকর্ড করা হয়। তার পরে ২০২৩ সালের আগস্ট মাসে অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় রামকে। তার আইনি প্রতিনিধি বিজয় আগরওয়াল, আয়ুশ জিন্দাল এবং যশ বর্ধন তিওয়ারির মাধ্যমে, ইসরানি বোম্বে হাইকোর্টের সামনে তার গ্রেপ্তারের বৈধতাকে চ্যালেঞ্জ করতে চেয়েছিলেন। আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে ইসরানির মৌলিক অধিকার তার জিজ্ঞাসাবাদের সময় লঙ্ঘন করা হয়েছিল, তার ব্যক্তিগত স্বাধীনতা সীমাবদ্ধ ছিল, তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল এবং বিশ্রামের সময়ও তাকে ক্রমাগত পর্যবেক্ষণ করা হয়েছিল। আগরওয়ালের দাখিল অনুসারে, ইসরানিকে সারারাত জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যদিও তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন না এবং পূর্ববর্তী তদন্তে সহযোগিতা করেছিলেন। এই বর্ধিত জিজ্ঞাসাবাদের সময়কাল, যা ভোরবেলা পর্যন্ত স্থায়ী হয়েছিল, ইসরানির ঘুমের মৌলিক অধিকার লঙ্ঘন করেছিল, যা ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে নিশ্চিত করা জীবনের মৌলিক অধিকারের একটি উপাদান। ইসরানির বক্তব্য রাত সাড়ে দশটা থেকে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছিল। প্রায় ভোর সাড়ে ৩টা পর্যন্ত, এরপর ভোর সাড়ে ৫টায় তাকে গ্রেফতার করা হয়। এই মামলার শুনানির সময়েই আজ ঘুমের অধিকারের বিষয়টি উল্লেখ করে বম্বে হাই কোর্ট। বেঞ্চ ইডির দেরিতে জিজ্ঞাসাবাদ করার অনুশীলনের সমালোচনা করে জোর দিয়েছিল যে তলব করা হলেও অভিযুক্তকে সঠিক সময়ে ঘুমোতে দেওয়া উচিত। যুক্তিসংগত সময়ের মধ্যে তাদের বক্তব্য রেকর্ড করা উচিত। আদালত শারীরিক এবং মানসিক সুস্থতার উপর ঘুমের বঞ্চনার বিরূপ প্রভাবের উপর জোর দিয়েছিল। তবে রাম ইসরানির গ্রেপ্তারের বিরোধিতা করে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট।
সূত্র : cnbctv18