খেলা
আবাহনী-শেখ জামাল মুখোমুখি আজ
স্পোর্টস রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবারঈদুল ফিতর ও পহেলা বৈশাখের জন্য দীর্ঘ ১২ দিন পর আবারও মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লীগ ফুটবল। আজ থেকে লীগের ১২তম রাউন্ডের খেলা শুরু হবে। এই রাউন্ডে প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ধানমণ্ডির দুই জায়ান্ট ক্লাব। ধানমণ্ডি ডার্বিতে আজ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিকাল পৌঁনে ৪টায় শেখ জামাল ধানমণ্ডির মুখোমুখি হবে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। একই দিনে একই সময়ে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রতিপক্ষ পুলিশ ফুটবল ক্লাব। এর আগে মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে আবারও শুরু হয়েছে ঘরোয়া ফুটবলে ব্যস্ততা। ১১ রাউন্ড শেষে শীর্ষ স্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন কিংস। ১১ ম্যাচে তাদের মোট সংগ্রহ ২৮ পয়েন্ট। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগের সব থেকে সফলতম দল ঢাকা আবাহনী আছে তৃতীয় স্থানে। তাদের ১৯ পয়েন্ট।