বাংলারজমিন
সিলেটে পুলিশের চেকপোস্টে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
(৯ মাস আগে) ৯ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩:০৯ অপরাহ্ন
সিলেটে পুলিশের চেকপোস্টে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর আম্বরখানায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে দায়িত্বরত পুলিশ দল অজ্ঞাতনামা দু'জন মোটরসাইকেল আরোহীকে মোটরসাইকেলের কাগজপত্র চেক করার জন্য সিগন্যাল দেয়।
এ সময় একটি নীল রঙের স্কুল ব্যাগ ফেলে মোটরসাইকেল যোগে দ্রুত বন্দরবাজারের দিকে চলে যায়। ফেলে যাওয়া পরিত্যক্ত স্কুল ব্যাগ তল্লাশী চালিয়ে পুলিশ ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। পরে হযরত শাহজালাল (র:) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কাজী জামাল উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তালিকা মূলে ওই ফেন্সিডিল জব্দ করেন।
মঙ্গলবার নগর পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে; সিসিটিভি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে সনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।