ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

আমি গরুর মাংস খাই না -কঙ্গনা রানাউত

মানবজমিন ডেস্ক
৯ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
mzamin

কঙ্গনা রানাউত। ভারতে, শুধু ভারত কেন- সীমানার বাইরেও বহুল আলোচিত নাম। তিনি সিনেমার পর্দা যেমন কাঁপিয়েছেন। তেমনি এবার রাজনীতির মাঠ গরম করে তুলেছেন। লোকসভা নির্বাচনে তাকে হিমাচল প্রদেশের মান্ডি থেকে প্রার্থী করেছে বিজেপি। এখন তাকে নিয়ে নানা রকম আলোচনা ভারতে। বিশেষ করে মহারাষ্ট্র বিধানসভায় কংগ্রেসের এক নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার তাকে নিয়ে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কঙ্গনা আগে বলেছিলেন তিনি গরুর মাংস খান। তা সত্ত্বেও নির্বাচনে তাকে প্রার্থী করেছে বিজেপি। কংগ্রেস নেতার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন কঙ্গনা। তিনি বলেছেন, আমি গরুর মাংস খাই না। এমনকি কোনো ‘রেড মিট’ খাই না। এটা লজ্জার বিষয় যে, ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে আমাকে ঘিরে। আমি যোগ-ব্যায়ামের পরামর্শ দিই। আয়ুর্বেদিক পদ্ধতিতে জীবনযাপনের পরামর্শ দিই দশকের পর দশক। তাই এই অভিযোগ আমার ইমেজকে ক্ষতিগ্রস্ত করবে না। জনগণ আমাকে জানেন। তারা জানেন যে, আমি একজন গর্বিত হিন্দু। কোনো কিছুই তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। ওদিকে কংগ্রেস নেতা বিজয়ের সমালোচনা করেছেন বিজেপি নেতা শাইনি এনসি। তিনি কংগ্রেসকে নারীবিরোধী দল বলে অভিহিত করেন। বলেন, কংগ্রেস এবারই প্রথমবার এমন উদ্ভট মন্তব্য করছে এমন নয়। সুপ্রিয়া শ্রীনাতে বলেছেন, ‘মান্ডি মে কিয়া রেট হে’। সোনিয়া গান্ধীর বয়সী হওয়া সত্ত্বেও হেমা মালিনিকে নিয়ে কথা বলেছেন রণদীপ সূর্যেওয়ালা। এই কংগ্রেস পার্টি হলো পরিষ্কারভাবে নারীবিদ্বেষী।  কয়েকদিন আগে কঙ্গনা রানাউতকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে। তার ওই বক্তব্যের পর ব্যাপক প্রতিক্রিয়া হয়। ‘কুইন’ ছবির অভিনেত্রী কঙ্গনা তার জবাব দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি বলেন, ছবিতে তিনি বিভিন্ন নারীর চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে আছে রাজ্জোতে পতিতা থেকে শুরু করে থালাইভি’তে বিপ্লবী চরিত্র। কঙ্গনা বলেন, অবিচার কুসংস্কারের শেকল থেকে আমাদের কন্যাদের মুক্তি দিতে হবে। আমাদেরকে শরীরের চেয়ে বেশি কৌতূহলী হতে হবে। যৌনকর্মীদের জীবন ও পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই পেশা একরকম নির্যাতন ও নোংরা জিনিস। প্রতিজন নারী তার মর্যাদার দাবিদার। তারপরই নতুন এই বিতর্ক সামনে আনলেন বিজয়। মিস শ্রীনাতে পরে একটি ভিডিও বার্তায় তার অবস্থান পরিষ্কার করেন। বলেন, তিনি বিতর্কিত ওই পোস্ট ডিলিট করে দিয়েছেন।  ওই পোস্টটি তার অজ্ঞাতে কেউ পোস্ট করেছিল।   
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status