খেলা
‘এখানে কোনো রেষারেষি নেই’
স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার
গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে বাড়তি উত্তেজনা থাকে। সদ্য শেষ হওয়া পূর্ণাঙ্গ সিরিজেও ছিল সেটা। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর শ্রীলঙ্কার করা টাইম আউট উদ্যাপনের জবাব ওয়ানডে সিরিজ জিতে দেয় বাংলাদেশ। তবে টেস্ট সিরিজ অবশ্য একপেশে লড়াইয়ে ২-০ ব্যবধানে জিতেছে লঙ্কানরা। এরপর আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপেও মুখোমুখি হবে দুই। সেই ম্যাচেও কি এই সিরিজের প্রভাব পড়বে কিনা প্রশ্নের উত্তরে শ্রীলঙ্কা অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা বলেন, দুই দলের মধ্যে কোনো রেষারেষি নেই।
গতকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ১৯২ রানে হারায় শ্রীলঙ্কা। চতুর্থ ইনিংসে লঙ্কানদের দেওয়া ৫১১ রান তাড়া করতে নেমে ৩১৮ রানে অলআউট হয় টাইগাররা। এর আগে প্রথম টেস্টে ৩২৮ রানে জয় পায় সফরকারীরা। যদিও সাদা বলের ক্রিকেটে দুই দলের মধ্যে বেশ কয়েকবার উত্তাপ ছড়ালো টেস্ট ক্রিকেটে সেটা ছিল না বললেই চলে। তবে কি আসন্ন টি- টোয়েন্টি বিশ্বকাপে দেখা মিলবে এগুলোর। লঙ্কান টেস্ট অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা অবশ্য তা মনে করেন না।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ধনাঞ্জয়া বলেন, ‘এখানে কোনো রেষারেষি (রাইভারলি) নেই। এটা শুধুমাত্র দুই দেশের মধ্যে একটি ম্যাচ। এটা (প্রতিদ্বন্দ্বিতা) সব দেশের বিপক্ষেই হয় শুধু বাংলাদেশ নয়।’
সিরিজ জয়ে তৃপ্ত এই লঙ্কান অধিনায়কের মতে নিজেদের আরও উন্নতির জায়গা রয়েছে। তিনি বলেন, ‘সিরিজ জয়ে আমরা খুবই সন্তষ্ট। অনেক জায়গা আছে আমাদের উন্নতি করার। দলের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি, কোচরা এগুলো নিয়ে কাজ করবে। আমরা যদি দিন দিন উন্নতি করতে পারি তাহলে জয়কে অভ্যাস বানাতে পারবো।’