ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

স্বরূপে সাকিব, পঞ্চম জয় শেখ জামালের

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
mzamin

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে স্বরূপে ফিরলেন সাকিব আল হাসান। চট্টগ্রামে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার আগে ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) ব্যাটে-বলে চৌকস নৈপুণ্য দেখান বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার । শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবেন তিনি। বৃহস্পতিবারই দলের সঙ্গে যোগ দেয়ার কথা। তবে তার আগে গতকাল ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে মাঠে নামেন সাকিব আল হাসান। আর ম্যাচ সেরা হয়ে জেতান দলকে। ব্যাটিংয়ে ফিফটির পর কৃপন বোলিংয়ে তার শিকার দুই উইকেট। 
গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে বৃষ্টি আইনে ৩৯ রানে হারায় শেখ জামাল। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৫০তম ওভারের শেষ বলে ২৩৩ রানে অলআউট হয় সাকিবের দল। বৃষ্টির কারণে গাজী গ্রুপের টার্গেট দাঁড়ায় ৪৫ ওভারে ২৩২ রানের। জবাবে ৪২.২ ওভারে ১৯২ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ।

বিজ্ঞাপন
ডিপিএলে এটি ৬ ম্যাচে পঞ্চম জয় শেখ জামালের। ব্যাট হাতে ফিফটি করেন সাকিব ও জিয়াউর রহমান। রান তাড়ায় এদিন দলীয় ৬ রানে ওপেনার হাবিবুর রহমান সোহানকে হারায় গাজী। এরপর ৩৫ রানের জুটি গড়েন আনিসুল ইসলাম ও অধিনায়ক মেহেদী মারুফ। দলীয় ৪১ রানে আনিসুলকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। ২২ রান করে আনিসুল ফেরার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় গাজী। এক পর্যায়ে ২৬ রানের মধ্যে ফিরে যান ৫ ব্যাটার। একদিক আগলে রাখা মারুফ ফেরেন দলীয় ৮৩ রানে। তার ব্যাট থেকে আসে ৩৫ রান। তিন রানের ব্যবধানে মাহফুজুর রাব্বিকে ফিরিয়ে দ্বিতীয় শিকার করেন সাকিব। ৮৬ রানে ৭ উইকেট হারানোর পর ৬৭ রানের জুটি গড়েন মঈন খান ও শেখ পারভেজ জীবন। তাদের জুটিতে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেটা হয়নি। দলীয় ১৫৩ রানে ফেরার ৩২ রান করেন জীবন। শেখ জামালের হয়ে ৯ ওভারে মাত্র ১৪ রান খরচায় দুই উইকেট নেন সাকিব। এতে ছিল ৪২টি ডটবল।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৪৪ রানের উদ্বোধনী জুটি গড়েন সাইফ হাসান ও সৈকত আলী। ২৪ রান করা সৈকত ফিরলে ভাঙে তাদের জুটি। তিন নম্বরে নেমে শুরুতে বেশ সতর্ক ব্যাটিং করেন সাকিব। ওপেনার সাইফের সঙ্গে ২৮ রানের জুটি গড়েন সাকিব। ১৭তম ওভারের শেষ বলে রানআউটের ফাঁদে কাটা পড়া সাইফ করেন ২৮ রান। এক পর্যায়ে সাকিবের সংগ্রহ ছিল ২৬ বলে ১১ রান। এরপর আস্তে আস্তে খোলস ছেড়ে বের হন এই বাঁহাতি ব্যাটার। ১৮তম ওভারের প্রথম বলে ডিপ পয়েন্ট দিয়ে ৪ মারেন। ১৯ ও ২০্তএ দুই ওভারেও একটি করে চার মারেন সাকিব। এরপর ২০তম ওভারে বোলিংয়ে আসা জীবনের ওভারে দুটি ছক্কা হাঁকান তিনি। 
২৭তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৬২ বলে স্লগ সুইপে ডিপ মিড উইকেট দিয়ে ৪ মেরে তুলে নেন ফিফটি। তবে ফিফটি করার পর বেশিক্ষণ টেকেননি সাকিব। ২৮তম ওভারের প্রথম বলে তাঁকে ফেরান আব্দুল গাফফার সাকলাইন। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৬৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৩ রান। ৩৫.১ ওভারে শেখ জামালের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১৪৪ রান। এরপর সপ্তম উইকেটে ৮৩ রানের জুটি গড়েন জিয়াউর রহমান ও তাইবুর রহমান। ৮ নম্বরে নামা জিয়াউর রহমান ৪৪ বলে ৩ চার ও ৪ ছক্কায় করেন ৫৫ রান। শেষ পর্যন্ত ৪৯.৬ ওভারে ৬ রানে চার উইকেট হারানো শেখ জামাল অলআউট হয় ২৩৩ রানে।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status