ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

প্রথমবারের মতো ইউরোর মূল মঞ্চে জর্জিয়া

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
mzamin

২০০৪ আসরের চ্যাম্পিয়ন গ্রিসকে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর মূল পর্বে উঠেছে জর্জিয়া। প্লে-অফের বাধা পেরিয়ে তাদের সঙ্গী ইউক্রেন ও পোল্যান্ড। এছাড়া প্লে অফে আটকে গেছে ওয়েলস ও আইসল্যান্ডও।  রাজধানী তিবলিসে মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের প্লে-অফে গ্রিসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় স্বাগতিক জর্জিয়া। ডায়নামো অ্যারেনায় দুই দলের নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। টাইব্রেকারে জর্জিয়ার জর্জি কোচোরাশভিলি, জুরিকো দাভিতাশভিলি, লাশা দিভালি ও নিকা কোয়েকওয়েস্কিরি পান জালের দেখা। গ্রিসের কেবল ইয়োর্গিওস মাসৌরাস ও ইয়োর্গিওস ইয়াকোমাকিস গোল পেলেও বাকিদের শট লক্ষ্যভ্রষ্ট হয়।  
মূল পর্বে ‘এফ’ গ্রুপে খেলবে জর্জিয়া। সেখানে তাদের প্রতিপক্ষ তুরস্ক, পর্তুগাল ও চেক রিপাবলিক। এদের মধ্যে চেক রিপাবলিক (১৯৭৬) ও পর্তুগাল (২০১৬) একবার করে ইউরোর শিরোপা জিতেছে।

বিজ্ঞাপন
একই দিনে পোল্যান্ডের ভ্রটসওয়াফ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের প্লে-অফে আইসল্যান্ডকে ২-১ গোলে হারায় ইউক্রেন। শুরুতে আলবের্ত গুইমেনসনের গোলে এগিয়ে যায় আইসল্যান্ড। তবে বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জোড়া গোল তুলে নেয় ইউক্রেন। ভিক্তর সেগানকভ সমতা ফেরানোর পর ৮৪তম মিনিটে ম্যাচের জয়সূচক গোল করেন মিহাইলো মুদ্রিক।
মূল পর্বে ইউক্রেন খেলবে ‘ই’ গ্রুপে। যেখানে তাদের তিন প্রতিপক্ষ বেলজিয়াম, স্লোভাকিয়া ও রোমানিয়া। এই তিন দলের মধ্যে বেলজিয়ামের কেবল ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে, সেটাও ১৯৮০ সালে। অন্য খেলায় কার্ডিফ সিটি স্টেডিয়ামে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকার পর ওয়েলসকে রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৫-৪ গোলে হারায় পোল্যান্ড। পোল্যান্ডের সবাই গোল করলেও শেষ শটে মিস করেন ওয়েলসের ড্যান জেমস। মূল আসরে খেলবে ‘ডি’ গ্রুপে পোল্যান্ড। তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্স। নেদারল্যান্ডস এই ১৯৮৮ সালে ইউরোর একমাত্র শিরোপা জেতে। আর ফ্রান্স পেয়েছে দুইবার, ১৯৮৪ ও ২০০০ সালে। আগামী ১৪ই জুন জার্মানিতে পর্দা উঠবে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের আর পর্দা নামবে ১৪ই জুলাই।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status