ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

১ উইকেটের জয় মোহামেডানের

রনি-রাব্বিতে ম্লান ইমনের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
mzamin

বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাট করে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি ও তামিম ইকবালের ফিফটিতে ভর করে ২৭৮ রানে সংগ্রহ দাঁড় করিয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে বৃষ্টির কারণে সেটা কমে মোহামেডানের লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ২৭২ রানের। গতকাল শেষ বেলায় আবু হায়দার রনির ফিফটি ও কামরুল ইসলাম রাব্বির ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় মোহামেডান।
শুরুর তিন ম্যাচে মোটেও ভালো করতে পারেননি প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল। তবে শেষ তিন ম্যাচে তার সংগ্রহ ৬৭, ৫৪ ও ৬৫। গতকাল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নেমে ৭৫ বলে ফিফটি হাঁকান তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের বলে আউট হওয়ার আগে ৬ চার এবং ১ ছক্কায় ৪৩ বলে করেছেন ৬৫ রান; স্ট্রাইকরেট ৭৮.৩১। তবে তামিম আউট হলেও আরেক ওপেনার ইমন ঠিকই তৃতীয় শতকের দেখা পেয়েছেন। ১১১ বলে ৬ চার এবং ৬ ছক্কায় করেছেন ১১০ রান। খেলেছেন ৯৯.১০ স্ট্রাইকরেটে। এটি চলতি প্রিমিয়ার লীগের ইমনের তৃতীয় সেঞ্চুরি।

বিজ্ঞাপন
তবে ইমনের সেঞ্চুরি স্লান করে দিয়েছেন মোহামেডানের পেসার আবু হায়দার রনি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ অ্যান্ড লুইস পদ্ধতিতে ৪৭ ওভারে মোহামেডানের টার্গেট দাঁড়ায়  ২৭২ রানের। বড় রান তাড়া করতে নেমেই ১৫ রানে তিন উইকেট হারায় সাদা-কালো শিবির। এরপর মাহমুদুল ইসলাম অঙ্কনের ৭৮, আরিফুল ইসলামের ৪৫ ও মাহমুদউল্লাহ রিয়াদের ৪২ রানে আশার সঞ্চার হয় মোহামেডানের। তবে ১৩৬ রানে আরিফুল, ১৫৯ রানে অংকন আউট হলে আবারও বিপদে পরে ঐতিহ্যবাহী দলটি। এখান থেকে প্রথমে মাহমুদউল্লাহ পরে আবু হায়দার রনি মোহামেডানকে জয়ের পথে রাখেন। আর শেষ পরশটা দেন রাব্বি। রনি ৩৬ বলে ৫৪ ও কামরুল ইসলাম রাব্বি ১৪ বলে করেন ২৮ রান। এতে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় মোহামেডান। এটি মোহামেডারে ষষ্ঠ ম্যাচে চতুর্থ জয় আর প্রাইম ব্যাংকের দ্বিতীয় হার।  

 

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status