খেলা
চুক্তি নবায়ন করে ইতিহাস গড়লেন সালাহ
স্পোর্টস ডেস্ক
(৩ বছর আগে) ২ জুলাই ২০২২, শনিবার, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৪ অপরাহ্ন

সাদিও মানের লিভারপুল ত্যাগের গুঞ্জন ছড়ায় মে মাসে। স্কাই স্পোর্টস দাবি জানায়, চুক্তি নবায়নে মোহাম্মদ সালাহর মতো প্রাধান্য না পাওয়ায় নতুন ঠিকানা খুঁজছেন সেনেগালিজ তারকা। অবশেষে হলোও তাই। লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন তিনি। মানে ঠিকানা বদল করলেও ‘ফার্স্ট প্রায়োরিটি’ সালাহর সঙ্গে চুক্তি নবায়ন করেছে অলরেডরা। নতুন চুক্তিতে লিভারপুলের ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হতে চলেছেন সালাহ।
শুক্রবার এক বিবৃতিতে সালাহর সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করে লিভারপুল। তবে চুক্তির মেয়াদ নিশ্চিত করেনি অলরেডরা। বৃটিশ গণমাধ্যমগুলোর খবর, ২০২৫ সাল পর্যন্ত লাল জার্সিতে দেখা যাবে বছর ত্রিশের সালাহকে।
নতুন চুক্তিতে প্রতি সপ্তাহে সালাহর বেতন হবে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা। লিভারপুলের ইতিহাসে কোনো ফুটবলারের সর্বোচ্চ পারিশ্রমিক এটি। ২০১৭ সালে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়নস লীগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, লীগ কাপ- সম্ভাব্য সব শিরোপার স্বাদই পেয়েছেন তিনি। সালাহ লিভারপুলে যোগ দেয়ার পর ক্লাব এ নিয়ে তিনবার চ্যাম্পিয়নস লীগের ফাইনালে খেলেছে। দুবার এক পয়েন্টের জন্য লীগে চ্যাম্পিয়ন হতে পারেনি। লিভারপুলের সাফল্যে সালাহ ২৫৪ ম্যাচে ১৫৬ বার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন। লিভারপুলের ইতিহাসে যা নবম সর্বোচ্চ।
চুক্তি নবায়ন করে নতুন মৌসুমে আরো অর্জনের প্রত্যয় জানালেন সালাহ। ক্লাবের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে তিনি বলেন, ‘আমি দারুণ অনুভব করছি এবং ক্লাবের হয়ে আরো ট্রফি জয়ের আশায় রোমাঞ্চিত। এটা সবার জন্য একটি আনন্দের দিন। চুক্তি নবায়ন করতে একটু সময় লাগে, এখন সব কাজ শেষ। তাই আমাদের এখন শুধু ভবিষ্যতে মনোযোগ দেয়া উচিত।’
সালাহ বলেন, ‘আমার বার্তা হলো, পরের মৌসুমে সব ট্রফি জয়ের চেষ্টা করতে দলের খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে চায়। আশা করি, আপনারা (সমর্থকরা) আমাদের পাশে থাকবেন এবং আমাদের সামনে এগিয়ে যেতে সমর্থন করবেন। আমি নিশ্চিত আমরা আবারো ট্রফি জিততে যাচ্ছি।’