ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

পেকুয়ায় নৌ-পুলিশের সঙ্গে পোনা আহরণকারীদের হাতাহাতি!

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
২ জুলাই ২০২২, শনিবার
mzamin

কক্সবাজারের পেকুয়ার উজানটিয়ায় নৌ-পুলিশের সঙ্গে পোনা আহরণকারীদের হাতাহাতি হয়েছে। এ সময় নৌপুলিশ কর্মকর্তাসহ ৩ পুলিশ সদস্য আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।   গতকাল বেলা ১২টায় উপজেলা উজানটিয়া ইউনিয়নের পেরাসিঙ্গা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। জানা যায়, ঘটনার দিন বেলা ১২টার দিকে এস আই অচিন্ত কুমার দে’র নেতৃত্বে মাতারবাড়ী নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম মাতামুহুরি নদীর উজানটিয়া নদীতে চলমান মৎস্য সপ্তাহের বিধিনিষেধ ৬৫ দিনের নিষেধাজ্ঞায় অভিযান চালায়। এ সময় পেরাসিঙ্গা পাড়ার ছৈয়দ আহমেদের পুত্র মাহামদ আলম, মাহামদ আলমের পুত্র আনসারসহ কয়েকজন সাগরের রেনু পোনা আহরণকারী সাগর থেকে রেণু পোনা আহরণ করে বেড়িবাঁধের উপর রেণু পোনা ছানি করার সময় তাদেরকে আটক করতে চায় পুলিশ। এ সময় রেণু পোনা ধরার জাল ও বাঁশ নিয়ে যেতে চাইলে পোনা আহরণকারীদের সঙ্গে নৌ পুলিশের হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে এস আই অচিন্ত কুমার দে (৫৩), পুলিশ সদস্য সাজ্জাদ হোসেন (৩৭), রাসেল (২৯) আহত হয়।  আহত মাতারবাড়ী নৌপুলিশ ফাঁড়ির এস আই অচিন্ত কুমার দে জানান, দায়িত্ব পালন করার সময় দেখতে পাই কয়েকজন লোক সাগর থেকে রেণু পোনা আহরণ করে বেড়িবাঁধে উঠে ছানি করছে।

বিজ্ঞাপন
আমিসহ নৌপুলিশ সদস্যরা তাদেরকে আটক করতে চাইলে তারাসহ ঘাট থেকে আরেকজন গিয়ে আমাদের উপর হামলা করে।  এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী নৌপুলিশের এক কর্মকর্তাসহ দুই সদস্য আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে এ ঘটনা হলো তা তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status