বাংলারজমিন
কুড়িগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
২ জুলাই ২০২২, শনিবারকুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান আতা’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের লোকজন। গতকাল দুপুরে প্রেস ক্লাব, উলিপুর হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যানের স্ত্রী গোলেনুর বেগম। সংবাদ সম্মেলনে বলা হয়, রাজনৈতিক পরিচয় ছাড়াই আতাউর রহমান আতা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে পরাজিত প্রার্থীরা তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে আসছিল। এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির জানান, ধর্তব্য কোনো অপরাধের ক্ষেত্রে আইনগতভাবে প্রাথমিকভাবে তদন্ত করার কোনো সুযোগ নেই। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।