খেলা
সুয়ারেজের সঙ্গে ঝলক দেখিয়ে হুঙ্কার মেসির
স্পোর্টস ডেস্ক
৪ মার্চ ২০২৪, সোমবার
অবশেষে জ্বলে উঠলেন লিওনেল মেসি, আলো ছড়ালেন লুইস সুয়ারেজ। দুই সুপারস্টারের নৈপুণ্যে ইন্টার মায়ামি পেলো বড় জয়। শনিবার ভোরে ফ্লোরিডার লডারডেলে চেইজ স্টেডিয়ামে মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দেয় মায়ামি। দলের বড় জয়ে দুটি করে গোল করেন মেসি এবং সুয়ারেজ। আর ম্যাচের পর লীগ শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করেন অধিনায়ক মেসি। ম্যাচের ৪র্থ ও একাদশ মিনিটে জোড়া গোলে মায়ামিকে এগিয়ে নেন সুয়ারেজ। ২৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মায়ামির ফিনিশ উইঙ্গার রবার্ট টেইলর। আর ৫৭ এবং ৬২তম মিনিটে জোড়া গোল করেন মেসি। ম্যাচ শেষে সম্প্রচার প্রতিষ্ঠান অ্যাপলটিভির সঙ্গে আলাপকালে মেসি বলেন, ‘পিঠে ব্যাগ তুলে নেয়ার বদলে আমরা আমাদের দল নিয়ে সচেতন আছি। আমরা সংগঠিত এবং এমএলসে লড়াই করার জন্য তৈরি হচ্ছি।’ মেসি বলেন, ‘আমরা জানি, পথটা দীর্ঘ। এটা মাত্র শুরু। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আমরা জানি, আমাদের লড়াই করার মতো একটা দল আছে এবং আমরা চেষ্টা করব।’ মেসি বলেন, ‘প্রথম ম্যাচটি ভালোভাবে শুরু করাটা গুরুত্বপূর্ণ। কোপা আমেরিকা আর লীগ কাপ আসছে। সেই সময় লীগে বিরতি আসার আগে পর্যন্ত নিজেদের সেরাটা দিতে চাই।’ বন্ধু সুয়ারেজ প্রথম গোল পাওয়ায় খুশি মেসি। তিনি বলেন, ‘সে গোল করতে পেরেছে, আমি তার জন্য খুব খুশি। তবে আমরা শান্ত ছিলাম। আমরা জানি লুইস (সুয়ারেজ) কেমন এবং সে কী করতে পারে। যখন আপনি তার কাছ থেকে কম প্রত্যাশা করবেন, তখন সে আজকের মতো খেলে সব বুঝিয়ে দেবে।’