রাজনীতি
মির্জা ফখরুল লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গিয়েছেন: ওবায়দুল কাদের
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৬ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ৩:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৬ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থতা ও নির্বাচনে না আসার খেসারত বিএনপিকে অনেক দিন দিতে হবে। আমার কাছে অবাক লাগে মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে মার্কিন প্রতিনিধি দল আসার দিনে লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গিয়েছেন। অথচ তিনি অসুস্থতার জন্য জামিন পেয়েছেন। নালিশ করাই তাদের রাজনীতি। আমরা বাড়াবাড়ির রাজনীতি করি না। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করা হবে।
সোমবার সড়ক পথে নোয়াখালীর নিজ বাড়িতে যাওয়ার পথে ফেনীর দাগনভূঞায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সারা দেশের ন্যায় এ অঞ্চলে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা ইতোপূর্বে মানুষ কল্পনাও করতে পারেনি। এ উন্নয়নকে মানুষ স্বাগত জানিয়েছে। এ সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে বিশেষ করে সড়কপথে যে উন্নয়ন হয়েছে তাতে ফেনীর নাম অনেক সামনে আসবে। ফেনীতে সিক্স লেন ফ্লাইওভার হয়েছে। ৬ লেনের ফ্লাইওভার ঢাকার বাইরে আর কোথাও নেই। আমি একটি সত্য কথা বলি। গতকালকে শবে বরাত গেছে। আমি ৭৫ পরবর্তী সময়ে শেখ হাসিনার মতো ভালো মানুষ দেখিনি। এতো ভালো মানুষ রাজনীতিতে আছেন। এজন্যই এ সরকার এতদিন ক্ষমতায় টিকে রয়েছে। তিনি মানুষকে ভালো রাখেন, মানুষও তাকে ভালোবাসেন।
ওবায়দুল কাদের বলেন, আমাকে আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক করেছেন। যা স্বাধীনতার পর আর কেউ পারেনি। ১৮ বছর একজন মানুষ মন্ত্রী হিসেবে থাকার ঘটনাও বিরল। এ নজির আর কোথাও পাওয়া যাবে কি না আমি জানি না। বঙ্গবন্ধু কন্যা আমার ওপর আস্থা ও কাজে সন্তুষ্ট হওয়ায় সেই বিরল সৌভাগ্য আমি অর্জন করেছি।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথমবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীতে যাচ্ছেন ওবায়দুল কাদের।
পাঠকের মতামত
অহংকারী হিংসা মূলক কথা
আমার অধিকারের জন্য আল্লাহর আদালতে বিচার দিলাম। ক্ষমতাশালিরা নিশ্চয়ই জবাব দিয়ে বেহেশতে অথবা দোজখে যাইয়েন।
বিমানে পালানোর ব্যবসথা করেছেন। তাইতো খাটিয়ার কথা ভূলে গেছেন? একদিন কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতেই হবে?
যেমন লোক তেমন তার কথা
মির্জা ফখরুল সাহেব লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গেছে আমেরিকার কাছে কিন্তু কি নালিশ করলো সত্যি কথা নালিশ করলো না বানিয়ে মিথ্যা কথা নালিশ করলো সেটা জাতি জানে না কিন্তু আপনারা বিমানে চরে গিয়ে ভারতের কাছে দেশটা বাগি দিয়ে এসেছেন, দেশের মানুষের ভোটার অধিকার হরণ করে এসেছেন সেটা আপনাদের মন্ত্রী ও আপনি জাতির সামনে স্বীকার করেছেন কাদের সাহেব সেটা আপনারা ভুলে গেলেও জাতি ভুলবে না
নিচু শ্রেণীর মানুষ
তোমার কি মনে আছে কিভাবে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন.উনি হয়তো লাঠি হাতে হাটতে পারে আল্লাহ চাইলে আপনাকে লাঠি দিয়ে হাটার ক্ষমতা কেড়ে নিতে পারে।
মীর্জা ফখরুল নালিশ করুক বা না করুক সেটা বড় কথায় নয় বিএনপি একটা অথর্বদের দলে পরিণত হয়েছে এটা চরম সত্য শুধু টকশো, বিবৃতি, আর বিদেশী মিশনের অফিসে বৈঠক করা ছাড়া বিগত ১৫ বৎসরে কিছুই করতে পারেনি।
খুবই নীচু দরের। আর কিইবা আশা করা যায় এদের থেকে।
যুক্তি না থাকলে কথা এমনই হয়!
মির্জা ফখরুল সাহেব লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গেছে আমেরিকার কাছে কিন্তু কি নালিশ করলো সত্যি কথা নালিশ করলো না বানিয়ে মিথ্যা কথা নালিশ করলো সেটা জাতি জানে না কিন্তু আপনারা বিমানে চরে গিয়ে ভারতের কাছে দেশটা বাগি দিয়ে এসেছেন, দেশের মানুষের ভোটার অধিকার হরণ করে এসেছেন সেটা আপনাদের মন্ত্রী ও আপনি জাতির সামনে স্বীকার করেছেন কাদের সাহেব সেটা আপনারা ভুলে গেলেও জাতি ভুলবে না
পিলখানায় সেনা কর্মকর্তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বলে মনে করেন ডিজি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম। সাক্ষাৎকারে উনি ভারত এবং আওয়ামী লীগের জড়িত থাকার কথা বলেছেন!
জনাব আপনি কথা কি মুখ দিয়ে বলেন, নাকি অন্য জায়গা দিয়ে বলেন। বেহায়া না হলে তো আর আওয়ামী লীগ করতেন না।
নেহায়েত বাজে.....
এত উন্নয়ন নির্দলীয় সরকারের মাধ্যমে ভোট দিতে ভয় কেন?
চলিতে চরণ চলেনা, রোবটের মতো চলাফেরা করে এমন বিকৃত মস্তিষ্কের মানুষের কোনও কথার জবাব দিতে নিজেকে ইতর মনে হয়।
মির্জা ফখরুলের নালিশটা কি ছিল সেইটা বললেন না’ত!
আচ্ছা, কাদেরের মুখটা বন্দ করার কেউ কি দেশে নাই?
You was elected through a controversal one-side election and remained in power with the support of law & order forces. You have nothing to do with the people. Mirza Fakhrul Islam Alamgir was not tried. They ware called and taken away by the USA teams.
#Indiaout #BoycottIndia
আপনি একজন বড় নেতা আরেকজন নেতাকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করা কথা বলা ঠিক না। উনি হয়তো লাঠি হাতে হাটতে পারে আল্লাহ চাইলে আপনাকে লাঠি দিয়ে হাটার ক্ষমতা কেড়ে নিতে পারে।