অনলাইন
হলিউডে নিজের কেরিয়ার গড়তে বাবার পদবি ছাড়লেন ওবামা-কন্যা
মানবজমিন ডিজিটাল
(৬ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
বারাক ও মিশেল ওবামার বড় মেয়ে মালিয়া সম্প্রতি তার বিখ্যাত পারিবারিক উপাধি বাদ দিলেন। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন মালিয়া। তবে এবার নির্মাতা হিসেবে হলিউডে নিজের অভিষেক ঘটাতে চলেছেন ২৫ বছরের এই তরুণী । আর তাই বাবার পদবি ছাড়লেন ওবামা-কন্যা। উদীয়মান পরিচালক তার শর্ট ফিল্ম, দ্য হার্ট ইন ইউটা-এর সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল প্রিমিয়ারের আগে নতুন মঞ্চে শুধু মালিয়া নামে নিজেকে মেলে ধরেন। মালিয়া হার্ভার্ড গ্রাজুয়েট। সানড্যান্স ইনস্টিটিউটের মিট দ্য আর্টিস্ট স্পটলাইট ভিডিওতে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের কন্যাকে মালিয়া অ্যান হিসাবে উল্লেখ করা হয়েছিল। মালিয়ার স্বল্পদৈর্ঘ্যর ছবি, 'দ্য হার্ট', একজন মা এবং তার ছেলের মধ্যে তীব্র এবং জটিল সম্পর্ক নিয়ে তৈরী হয়েছে । ছবির প্রধান কাস্টের মধ্যে রয়েছে টুন্ডে আদেবিম্পে, লাটোনিয়া বোর্সে এবং জন উইগ্যান্ড। তার স্পটলাইট ভিডিওতে, মালিয়া ফিল্মটিকে "একটি ছোট গল্প, কিছুটা কল্পকাহিনী হিসাবে বর্ণনা করে বলেন একজন ব্যক্তি তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করার পরে মায়ের একটি অস্বাভাবিক অনুরোধ রেখেছিলেন।''
হলিউডে অভিষেকের আগে, মালিয়া এইচবিওর ড্রামা সিরিজ গার্লস এবং হার্ভে ওয়েনস্টেইনের প্রযোজনা সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও, মালিয়া ডোনাল্ড গ্লোভারের অ্যামাজন প্রাইম সিরিজ ‘সোয়ার্ম’-এ স্টাফ রাইটার হিসাবেও কাজ করেছেন। তার কাজের নীতি এবং সংকল্প সম্পর্কে কথা বলতে গিয়ে, গ্লোভার ভ্যানিটি ফেয়ারকে বলেন, " মালিয়া তার কাজের প্রতি ভীষণ মনোযোগী এবং সে কঠোর পরিশ্রম করেছে । আমার মনে হচ্ছে তিনি এমন একজন যিনি শীঘ্রই ভালো কিছু করতে চলেছেন... তার লেখার স্টাইল দুর্দান্ত। ''ব্যক্তিগত থেকে শিক্ষা জীবন নিয়ে বরাবরই চর্চিত থাকেন মালিয়া। হোয়াইট হাউস ছেড়ে চলে আসা পরেও তাঁকে নিয়ে চর্চা হয়েছিলো।
সূত্র : হিন্দুস্থান টাইমস