অনলাইন
প্রথমবারের মতো ভারত থেকে এলো ৫০ মেট্রিক টন নারিকেল
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নারিকেল আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ভারতীয় দুই ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করা হয়েছে।
হিলি স্থলবন্দরের মেসার্স নাসাত টেড্রার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ু থেকে নারকেলগুলো আমদানি করেছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, বাংলাদেশে নারিকেলের চাহিদা থাকায় ভারতের তামিলনাড়ু থেকে দুই ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করি। বন্দরের কার্যক্রম শেষে এসব নারিকেল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।
পাঠকের মতামত
We must not be dependent on Indian goods.
খাবার পাচ্ছে না মানুষ। নারকেল আমদানির মাধ্যমে ডলার পাচার হচ্ছে
মানুষ মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে এখন নারিকেল আনার কোন প্রয়োজন ছিলো না।
বাংলাদেশীরা নারিকেল না খেলে আশা করি মারা যাবে না।