বাংলারজমিন
‘শেখ হাসিনা দেশ ও জনগণের ব্যাপক উন্নয়ন করেছেন’
লালমোহন (ভোলা) প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার
ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশের এখন যত দৃশ্যমান উন্নয়ন তা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। শেখ হাসিনা দেশের জনগণের ভাগ্যেরও ব্যাপক উন্নয়ন করেছেন। যার জন্যই এ দেশের মানুষ এখন শান্তিতে রয়েছে। বঙ্গবন্ধুকন্যার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে মর্যাদাশীল। ভোলা-৩ আসন থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ভোলার লালমোহন পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা এভিনিউতে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এমপি শাওন বলেন, বিএনপি-জামায়াত দেশের চলমান উন্নয়ন থমকে দিতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। তবে তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হচ্ছে না, আর কখনো হবেও না। বিএনপি-জামায়াত সন্ত্রাসের দল। তাই দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ চায় উন্নয়ন ও শান্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তা নিশ্চিত করেছেন। লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আখতার, এমপি শাওনের সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।