ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কোম্পানীগঞ্জে প্রধান সহকারীসহ ৬ শিক্ষক ও ২ পিয়নের পদ ১৫ বছর ধরে শূন্য

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবারmzamin

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাকসুদাহ্‌ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৫শ’ শিক্ষার্থীর জন্য প্রধান শিক্ষকসহ ৫ জন শিক্ষক রয়েছে। এতে ছাত্রীদের পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। জানা যায়, সহকারী প্রধান শিক্ষকসহ ১১ জন শিক্ষক থাকার কথা থাকলেও ১৫ বছর ধরে ৫ জন শিক্ষকই ৫শ’ ছাত্রীদের পাঠদান করাচ্ছেন। বাকি ৬ জন শিক্ষক ও ২ জন পিয়নের পদ দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। শিক্ষক না থাকায় ছাত্রীদের অভিভাবকরা খুবই অসন্তুষ্ট প্রকাশ করছেন। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন জানান, দীর্ঘদিন পর্যন্ত শিক্ষকের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও ৬ জন শিক্ষক পায়নি। এতে করে আমাদের ছাত্রীদের পাঠদানে ব্যাঘাত ঘটছে। তারপরও আমরা শত কষ্ট হলেও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৫ জন শিক্ষকই পাঠদান দিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, কম্পিউটার অপারেটর থাকলেও সে রীতিমতো স্কুলে আসে না বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন। এ বিষয়ে কম্পিউটার অপারেটর আবুল কালাম জানান, আমি স্কুলে আসলেও আমাকে স্কুলের যাবতীয় কাজসহ ছাত্রীদের সনদপত্র ও আয় ব্যয়ের হিসাব দীর্ঘদিন থেকে বুঝিয়ে দিচ্ছে না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। উল্লেখ্য, বিদ্যালয়ের সরকারি নারী শিক্ষক ও পিয়ন না থাকায় ছাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানা যায়। বিদ্যালয়টি চলছে পুরুষ শিক্ষক ও পুরুষ পিয়ন দিয়ে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার ছবি গ্রুপে পোস্ট/ শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা

উপদেষ্টা মাহফুজকে ক্ষমা চাওয়ার দাবি/ সিলেটে ‘তাওহিদী জনতাবন্ধন’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status