ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

কোম্পানীগঞ্জে প্রধান সহকারীসহ ৬ শিক্ষক ও ২ পিয়নের পদ ১৫ বছর ধরে শূন্য

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার
mzamin

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাকসুদাহ্‌ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৫শ’ শিক্ষার্থীর জন্য প্রধান শিক্ষকসহ ৫ জন শিক্ষক রয়েছে। এতে ছাত্রীদের পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। জানা যায়, সহকারী প্রধান শিক্ষকসহ ১১ জন শিক্ষক থাকার কথা থাকলেও ১৫ বছর ধরে ৫ জন শিক্ষকই ৫শ’ ছাত্রীদের পাঠদান করাচ্ছেন। বাকি ৬ জন শিক্ষক ও ২ জন পিয়নের পদ দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। শিক্ষক না থাকায় ছাত্রীদের অভিভাবকরা খুবই অসন্তুষ্ট প্রকাশ করছেন। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন জানান, দীর্ঘদিন পর্যন্ত শিক্ষকের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও ৬ জন শিক্ষক পায়নি। এতে করে আমাদের ছাত্রীদের পাঠদানে ব্যাঘাত ঘটছে। তারপরও আমরা শত কষ্ট হলেও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৫ জন শিক্ষকই পাঠদান দিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, কম্পিউটার অপারেটর থাকলেও সে রীতিমতো স্কুলে আসে না বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন। এ বিষয়ে কম্পিউটার অপারেটর আবুল কালাম জানান, আমি স্কুলে আসলেও আমাকে স্কুলের যাবতীয় কাজসহ ছাত্রীদের সনদপত্র ও আয় ব্যয়ের হিসাব দীর্ঘদিন থেকে বুঝিয়ে দিচ্ছে না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। উল্লেখ্য, বিদ্যালয়ের সরকারি নারী শিক্ষক ও পিয়ন না থাকায় ছাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানা যায়। বিদ্যালয়টি চলছে পুরুষ শিক্ষক ও পুরুষ পিয়ন দিয়ে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status