ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

ন্যাটো সম্মেলনে পরিবেশন করা হলো রুশ স্যালাড

(৩ বছর আগে) ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার, ১:২৮ অপরাহ্ন

mzamin

মাদ্রিদে ন্যাটো সম্মেলনে আন্তর্জাতিক কর্মকর্তারা এবং সাংবাদিকরা অভ্যন্তরীণ রেস্তোরাঁর মেনুতে একটি রাশিয়ান স্যালাড পরিবেশন করা হচ্ছে দেখে অবাক হয়ে গেছেন। সাংবাদিক ইনাকি লোপেজ স্প্যানিশ মিডিয়া আউটলেট লা সেক্সতাকে বলেছেন, 'ন্যাটো সম্মেলনে রাশিয়ান স্যালাড ? আমি এই খাবার দেখে কিছুটা অবাক হয়েছি।'' মটর, আলু, গাজর এবং মেয়োনিজের মিশ্রনে স্প্যানিশ রেস্তোরাঁতে এই স্যালাড তৈরি করা হয়েছিল। কিন্তু, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরিণতি দ্বারা প্রভাবিত একটি শীর্ষ সম্মেলনের আগে একটি মেনুতে রুশ স্যালাডের উপস্থিতি কিছুটা বিরক্তিকর বলে মনে হয়েছিল ন্যাটো কর্মকর্তাদের। তা সত্ত্বেও, স্যালাড কয়েক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় সেন্ট্রাল মাদ্রিদের বারোক সান্তা ক্রুজ প্রাসাদে একটি ভোজসভায় আন্তর্জাতিক প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রীদের কাছে পরিবেশন করার আগে মেনুটি একটি কূটনৈতিক ছোঁয়া দেয়া হয়েছিল। রুশ স্যালাডের কথা জানাজানি হতেই সামাল দেওয়ার চেষ্টা শুরু হয়। স্প্যানিশ শেফ জোসে আন্দ্রেস বলছেন, কোনওমতে স্যালাডে টমেটো যোগ করে নতুন নামকরণ করা হয় ওই পদের। তখন নাম দেওয়া হয়, ‘ইউক্রেনিয়ান স্যালাড’। সামরিক জোটের নেতাদের জন্য তিন দিনের ন্যাটো শীর্ষ সম্মেলনটি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইকে সমর্থন জানানো , ন্যাটোর পূর্ব প্রান্তে বাহিনী বাড়ানো এবং সেইসাথে সামরিক শক্তি হিসাবে চীনের উত্থান পরীক্ষা করার জন্য অনুষ্ঠিত হয়েছিল।মঙ্গলবার থেকে শুরু হয়েছে ন্যাটো বৈঠক। রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ করা হবে এই বৈঠকে, এমনটাই মত বিশেষজ্ঞদের। 

শীর্ষ সম্মেলনে নর্ডিক দেশ যেমন সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটো জোটে যোগদানের বিষয়ে ভাবনাচিন্তা করা হয়েছে। শীর্ষ সম্মেলনের একটি ভিডিও ভাষণে, রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি দুঃখ প্রকাশ করেছেন যে নতুন সদস্যদের (সুইডেন এবং ফিনল্যান্ড) জন্য ন্যাটোর দরজা খোলা হলেও ইউক্রেনের জন্য সেই দ্বার রুদ্ধ করে রাখা হয়েছে ।

সূত্র : independent.co.uk

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status