ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

টি-টোয়েন্টিতে বিশাল সংগ্রহের প্রয়োজন নেই টাইগারদের: জেমি সিডন্স

স্পোর্টস ডেস্ক

(৩ বছর আগে) ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার, ১২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৪ অপরাহ্ন

mzamin

টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার খেলা। তবে পাওয়ার হিটারের অভাবে এই ফরম্যাটে পাহাড়সম রান পায় না বাংলাদেশ। টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্স মনে করেন, ওয়েস্ট ইন্ডিজে জয় পেতে বিশাল সংগ্রহের প্রয়োজন নেই; যুতসই ব্যাটিংয়ের পর বাকিটা সামলে নেয়ার যোগ্যতা রয়েছে বাংলাদেশের বোলারদের।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ইংল্যান্ডের দেয়া ১৫৬ রানের টার্গেটে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে প্রয়োজন ১৯ রান। গোটা ম্যাচে ক্যারিবীয়দের যা টালমাটাল পারফরম্যান্স তাতে ৬ বলে এই রান তাড়া করা অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু কার্লোস ব্রাফেটের অবিশ্বাস্য ৪ ছক্কায় জয়ী হয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটারদের এমন অতিমানবীয় পারফরম্যান্স দেখা যায় হরহামেশা। সপ্তাহখানেক আগেই ক্রিকেটবিশ্ব দেখেছে জশ বাটলারের তা-ব। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৪ ছক্কা ও ৭ চারে ইংলিশ ব্যাটার খেলেন ১৬২ রানের দুর্দান্ত ইনিংস। জাতিগতভাবে বাটলার-ব্রাফেটদের মতো দীর্ঘকায় নয় বাঙালিরা। তাই বিকল্প উপায় খুঁজেছেন জেমি সিডন্স। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘জাতি হিসেবে আমার মনে হয় না আমাদের (বাংলাদেশের) খুব দীর্ঘকায় গড়নের খেলোয়াড় রয়েছে। যেমন জশ বাটলার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসদের মতো বড়সড় দৈহিক গড়ন আমাদের নেই। আমাদের অন্য উপায় খুঁজতে হবে। আমরা দৈহিক গড়নে অন্য দলগুলোকে পেছনে ফেলতে পারব না।’

সিডন্স বলেন, ‘আমাদের বোলিং বিভাগ খুব ভালো। আমার মনে হয় না, আমাদের অনেক বেশি রান করতে হবে। বোর্ডে একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে হবে। এজন্য সিঙ্গেল অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে পাওয়ার হিটিং অবশ্যই টি-টোয়েন্টি ম্যাচ জেতায়। যত বেশি বাউন্ডারি, তত বেশি ম্যাচ জেতা যায়। আমাদের পাওয়ার হিটিংয়ে মনোযোগ দিতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে।’

ব্যাটারদের মোটামুটি ভালো ব্যাটিংয়ের পর বোলাররা বাকিটা সামলাতে সক্ষম হবেন বলে বিশ্বাস সিডন্সের ‘অনেক চার মারতে হবে... আপনি জানেন এটি অনেকগুলো ছক্কা মারার মতোই। আমরা যদি অনেক চার মারতে পারি, অনেক সিঙ্গেল নিতে পারি... পাশাপাশি কিছু ছক্কা হাঁকালে আমরা বোর্ডে ভালো স্কোর দিতে পারব। এরপর আমাদের বোলিং আক্রমণ বাকিটা সামলে নিতে পারবে। আমাদের পাহাড়সম রান করতে হবে না।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status